মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার পিআইও’র অনিয়মের বিরুদ্ধে অভিযোগ!

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের একটি কাবিখা প্রকল্পের বরাদ্ধকৃত সমুদয় মালামাল আত্মসাত হয়েছে। ওই মালামাল আত্মসাতের সাথে পিআইও জড়িত উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত লিখিত অভিযোগে জানাযায়,চলতি ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংষ্কার (কাবিখা) কর্মসূচির আওতায় জয়নগর ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের প্রস্তাবনায় “মানিকনগর সবুর খাল হতে তালতলা মাদী অভিমুখে রাস্তা মাটি দ্বারা পুণঃ নিমার্ণ” প্রকল্পে ৪.৭৮৪৩ মে.টন খাদ্য বরাদ্ধ হয়।উক্ত প্রকল্পের সভাপতি হিসেবে জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলাম দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি প্রকল্পে আদৌ কোন কাজ করেননি।

কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান প্রকল্পের কাজ প্রকল্প সভাপতি আদৌ না করলেও প্রকল্পের সমুদয় মাল উত্তোলন করার সুযোগ করে দিয়েছেন। প্রকল্প সভাপতি পিআইও’র সাথে যোগসাজস করে প্রকল্পের সমুদয় মাল আত্মসাত করেছেন মর্মে গত১৫মে প্রকল্প এলাকার বাসিন্দা মানিকনগর গ্রামের মৃত তকব্বর মোল্যার ছেলে আব্দুল হামিদ সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জেলা ই-সেবা কেন্দ্রে দাখিল করেছেন। এব্যাপারে ওই প্রকল্পের রাস্তার দু’পাশের জমির মালিক আব্দুর রউফ,মজিত দপ্তরী,আজিত দপ্তরী,আরাফাত হোসেন,আব্দুল হামিদসহ একাধিক জমির মালিক জানান, সবুর খাল হতে তালতলা মাদী মুখী রাস্তায় গত কয়েক বছর কোন মাটি দেওয়া হয়নি। রাস্তাটিতে মাটি দিলেতো আমাদের জমি থেকে মাটি কাটা লাগবেই। এছাড়া ওই প্রকল্প রাস্তা দিয়ে নিয়মিত পথচারী আজিয়ার গাজি,মোস্ত গাজি,আলফাজ গাজিসহ একাধিক পথচারীরা জানায়,বিগত দুই বছরেরও বেশী সবুর খাল হতে তালতলা মাদী মুখী রাস্তায় কোন মাটি দেওয়া হয়নি।

ওই অভিযোগের কপি সাংবাদিকদের হাতে পৌছালে বিষয়টির সর্বশেষ অবস্থা জানতে মঙ্গলবার জেলা ই-সেবা কেন্দ্রে যোগাযোগ করলে সেখানকার কর্মচারীরা অভিযোগের কপি দেখে বলেন,বিষয়টি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যলয়ে যোগাযোগ করার জন্য। এরপর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যলয়ে যেয়ে কর্মকর্তাকে না পেয়ে জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত অভিযোগের রিসিভ কপির ফটো কপি ওই অফিসের বড় বাবু নামে পরিচিত পদধারী কর্মচারীকে দেখানো হয় এবং বিষয়টির সর্বশেষ আবস্থা জানানোর জন্য অনুরোধ করা হয়। বড় বাবু অভিযোগের রিসিভ কপির ফটো কপি নিয়ে ফাইল ঘেঁটে সাংবাদিকদের জানান, আশ্চার্য অভিযোগের কপি হাওয়া হয়ে গেছে। খুজে পাওয়া যাচ্ছেনা। এখবর মোবাইল ফোনে আবেদনকারী আব্দুল হামিদকে জানালে তিনি অভিযোগ করে জানান,পিআইও হয়তো বিষয় জেনে সে ফেঁসে যাওয়ার ভয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে ফাইলটি বেমালুম গায়েব করে দিয়েছেন।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি রীতিমতো তেলে বেগুনে জ্বলে গিয়ে হুমকি দয়ে বলেন,আমি আপনার কাছ থেকে কোন আভিযোগ নেবনা। আপনি যে অভিযোগটা দিয়েছেন আজকে ডিসি অফিসে যেটা পার্সু করেছেন আমার মানে আপনি যদি সত্য অভিযোগটা দিয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে কোন কথা নেই। আর আপনার মতো বিএনপি জামায়াতি ইসলামী করা সাংবাদিক এই সময় এসে এই সমস্ত নোংরামি করা মানায়না। অফিস আদালতে যেয়ে টুকটাক বারবার জয়নগর ইউনিয়ন থেকে ভ’য়া মিথ্যা তথ্য দেন। এগুলোর বিধি ব্যবস্থা না করা পর্যন্ত আপনার অভিযোগ আপনার কাছে রাখেন বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা