শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় অপচিকিৎসার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

২০১০ সালে আমার হাত ভেঙ্গে গেলে ডা. ইব্রাহিম খলিল চিকিৎসা করেন। এ সময় জোড়া লাগানোর জন্য ডাক্তার ব্যবহার করেছিলেন নাট স্ক্রু। বেশ কিছুদিন পর নতুন করে সমস্যা দেখা দিলে আমি শরণাপন্ন হই সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থেপেডিক্স এর ডাক্তার হাফিজউল্লাহর।

২০১৮ সালের ৭ নভেম্বর আমি আমার স্বামী মো. মোস্তাকিম, শ^শুর নঈম মোড়ল ও দুই চাচা শ^শুর আলিম সরদার ও বাবলা সরদারের সাথে ডাক্তারের ক্লিনিক ট্রমা সেন্টারে ভর্তি হই।

সোমবার (১৭ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মো. মোস্তাকিমের স্ত্রী মিসেস লিপিয়া খাতুন। তিনি বলেন, আমি ২০ হাজার টাকা চুক্তিতে চিকিৎসা গ্রহন করি। এ সময় ডাক্তার অপারেশন করে হাতের পুরনো নাট স্ক্রু খুলে ফেলার সময় কিছু অংশ ভেঙ্গে যায়। এ কারণে হাতে যন্ত্রণা হতে থাকে। বিষয়টি তাকে জানালে, তিনি বলেন, নতুন করে টাকা লাগবে না। আমি বিনা খরচে চিকিৎসা দেব। অথচ তিনি তা দেননি বলে উল্লেখ করেন লিপিয়া। এর ফলে তিনি ও তার পরিবার অসহায় জীবন যাপন করছেন বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। তিনি বলেন, ডাক্তার হাফিজুল্লাহ তাদের অবমূল্যায়ন করেছেন।

লিপিয়া তার লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি অপচিকিৎসা করেছেন এবং খারাপ ব্যবহার করেছেন এই অভিযোগ করে ডাক্তার হাফিজুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্থানে আবেদন করেছেন। এর প্রেক্ষিতে আগামী ২৫ জুন সাতক্ষীরা সিভিল সার্জনের কক্ষে তদন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তিনি বলেন, এ খবর পেয়ে ডা. হাফিজুল্লাহ তাকে ফোন করে ভয়ভীতি দেখিয়েছেন। এমনকি এ নিয়ে বাড়াবাড়ি না করারও কথা বলেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. হাফিজউল্লাহ বলেন, রোগীকে আমি চিকিৎসা দিয়েছি সাধ্যমতো। তার কাছ থেকে চুক্তিমতো টাকাও পেয়েছি। পরে যখন তিনি নতুন করে যন্ত্রণা পাচ্ছিলেন তখন মানবিক কারণে আমি বিনা খরচে চিকিৎসা দেব বলে কথা রেখেছি। এমনকি ওষুধপত্রও কিনতে হয়নি তাদের। তারপরও তারা কোন কারণে এতো ক্ষিপ্ত হয়েছেন জানিনা।
তিনি বলেন, কয়েকদিন আগে আমার চেম্বারে বেশ কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আসেন লিপিয়ার স্বামী মোস্তাকিম। আমার সাথে তারা অসদাচরন করেন। তাদের ক্ষতি হয়েছে দাবি করে ৫০ হাজার টাকা চাঁদা চায়। আমি ঝামেলামুক্ত হতে বাধ্য হয়েই ১৫ হাজার টাকা চাঁদা দেই। না দিলে তারা আমার ক্ষতি করবে বলে হুমকি দিয়েছিল। এখন আমি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেব বলেও জানান ডা. হাফিজউল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র