শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী

অবৈধ পথে বিদেশে পাড়ি জমানোর প্রয়োজন নেই। এখন দেশেই কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের টোকিওতে নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ। এই প্রয়াসে প্রবাসী বাংলাদেশীদেরও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন তিনি।

চারদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বন্ধুপ্রতীম নিশীথ সূর্যের দেশ জাপানে। মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, তাকে শুভেচ্ছা জানায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো অ্যাবেসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
জাপানে পৌঁছানোর দুই ঘণ্টার মাথায়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশী আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। তিন বছর পর দলীয় প্রধানকে পেয়ে, শুভেচ্ছা জানান প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাপানের পক্ষ থেকে অআরও বিনিয়োগ প্রত্যাশা করে বলেন- প্রবাসী বাংলাদেশীদেরও বিনিয়োগে এগিয়ে আসতে হবে৷ প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের একটি দ্বীপ মহেশখালি তার একটি ইউনিয়ন হচ্ছে মাতারবাড়ি সেখানে বিশাল আকারে জাপানের বিনিয়োগে কাজ চলছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশাল জায়গা দিয়েছি জাপানকে বিনিয়োগ করা জন্যে। যারা প্রবাসী তারা এখন প্রবাসে থেকে যারা একটু অর্থশালী হয়েছে তারা দেশে বিনিয়োগ করতে পারে। তাহলে তারা নিজেরাও উপকৃত হবেন দেশেরও উপকার হবে।’
এ সময়, দেশেই কর্মসংস্থানের নানান সুযোগ তৈরি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী কাউকে অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে অনুৎসাহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সাগরে ডুবে মানুষ মারা গেলো, ৮ লক্ষ টাকা ব্যয় করেছে। এই আট লক্ষের মধ্যে দুই অথবা চার লক্ষ টাকা দেশে ব্যয় করেও অর্থ উপার্জন করতে পারতো। এইভাবে জীবন দিতে হতো না। টাকাটাও নষ্ট হতো না।’
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাংলাদেশকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়াই সরকারের লক্ষ্য। ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়ে জাপানে বসবাস করছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি। প্রবাসে থাকা এইসব মানুষদের সংবর্ধনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানালেন নিষ্ঠা আর সততার সঙ্গে কাজ করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সঙ্গে প্রবাসীরা দেশের বিনিয়োগে এগিয়ে আসলে পালটে যাবে দেশের চেহারা।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী