শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাক্ষী-লক্ষ্মী ছাড়াও অন্য প্রেমিকাও ছিল ধোনির জীবনে

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন একসময়ে। সেই সব সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তা নষ্ট হয়ে যায়। সব সম্পর্ক যে সত্যি, এমনও নয়। কিছুটা রটনা। আবার কিছুটা ঘটনাও বটে।

‘রাঁচির রাজপুত্র’র নামের সঙ্গে একসময়ে জড়িয়ে পড়েছিল দক্ষিণী নায়িকা লক্ষ্মী রাইয়ের নাম। বিশ্বখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন-কন্যা দীপিকা পাড়ুকোনের সঙ্গেও ভারতের সফলতম অধিনায়কের সম্পর্ক ছিল বলে শোনা গিয়েছিল একসময়ে।

এখন অবশ্য ধোনি ঘোর সংসারী। সাক্ষী সিংহ রাওয়াত, মেয়ে জিভাকে নিয়ে ধোনির জগৎ। তবুও ধোনিকে নিয়ে চাপা গুঞ্জন। তার পুরনো সম্পর্ক নিয়ে এখনও মিডিয়াতে গসিপ চলে। বিশ্বখ্যাত হওয়ার বোধহয় এটাই নেতিবাচক দিক। সুনাম যেমন থাকে, দুর্নামও থাকে। ধোনির বায়োপিক মুক্তি পাওয়ার পরে সবাই জানতে পারেন, ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে প্রিয়াঙ্কা ঝা নামে একটি মেয়ের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মাহি। সেই প্রিয়ঙ্কা গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। তার মৃত্যুর পরে ধোনি খুব মুষড়ে পড়েছিলেন।

একাধিক নামী অভিনেত্রীর সঙ্গে ধোনির সম্পর্ক ছিল বলে শোনা গেলেও, অভিনেত্রী কোমল ঝা-র সঙ্গে ভারতের সফলতম অধিনায়কের সম্পর্কের কথা খুব একটা শোনা যায়নি। নিজেদের সম্পর্ক নিয়ে ধোনি বা কোমল ঢাক পেটাননি কোনওদিন। কোমল আর ধোনি একই জায়গার। রাঁচি থেকেই উত্থান দু’জনের। দু’জনের বাড়িও ছিল একই কলোনিতে।

কোমল স্কুল-কলেজের পাঠ শেষ করে বেঙ্গালুরু থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তার পরে চাকরি নিয়ে দুবাইয়ে চলে যান। দুবাইয়ে চাকরি করলেও কোমলের মন পড়ে থাকত অভিনয় জগতে। রুপালি পর্দা টানত তাকে। তাই চাকরি ছেড়ে দিয়ে একসময়ে দেশে ফিরে আসেন। চলে আসেন অভিনয় জগতে। আমির খানের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয় করতে দেখা গিয়েছে কোমলকে। বলিউডের থেকেও দক্ষিণী ছবিতেই কোমলকে বেশি দেখা গেছে।

ধোনির সঙ্গে কোমল কবে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেটা স্পষ্ট করে জানা যায় না। মিডিয়াতেও খুব একটা আলোচিত হয়নি। কিন্তু দু’জন যে একটা সময়ে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তা কান পাতলেই শোনা যায়। পরে মাধবনের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কোমল, এমনও শোনা যায়।

ক্রিকেট ও সিনেমা জগৎ চিরকালই হাত ধরাধরি করে হেঁটেছে। ধোনির ক্ষেত্রেও তেমনই। দীপিকা, লক্ষ্মী রাইয়ের মতো কোমলও কোনও একসময়ে হয়তো এসেছিলেন ধোনির জীবনে। আবার হারিয়েও গিয়েছেন। দু’জনে দূরে সরে গেলেও কোমল ও ধোনির নাম জড়িয়ে নানা গল্প এখনও প্রচলিত রয়েছে। গসিপ হিসেবেই এখনও আলোচিত হয় ধোনি ও কোমলের নাম। যার সত্যাসত্য যাচাই করা এখন আর সম্ভব নয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!