শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার সাত উপজেলায় চেয়ারম্যানে ২১ , ভাইসে ৩৬ ও মহিলায় ২৬ মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার সাতটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনভর বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার মধ্যেও তাদের উৎসাহের কমতি ছিলনা।

বেশিরভাগ প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে উপজেলা সদরে নির্বাহী অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। বেশ কয়েক জন প্রার্থী মনোনয়ন জমা দেন জেলা সদরে।

যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন রয়েছেন।

মনোনয়ন জমা দানকারীদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে শ্যামনগরে উপজেলা বিএনপির সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এ ছাড়া আশাশুনিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন সদস্য।

বিভিন্ন পদে মনোনয়ন জমাদানকারী অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের প্রার্থী।

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম শওকত হোসেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তামিম আহমেদ সোহাগ, মো. আক্তার হোসেন, মিজানুর রহমান, তানভির হুসাইন সুজন ও মো. শাহজাহান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কোহিনুর ইসলাম, তহমিনা ইসলাম ও শাপলা বেগম।

তালা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তার প্রতিদ্বন্দী এমএম ফজলুল হক ও প্রণব ঘোষ বাবলু চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সরদার মশিয়ার রহমান, মো. ইখতিয়ার হোসেন, মো. আবদুল জব্বার ও মো. আলিমুজ্জামান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জমাদানকারীরা হলেন জেবুন্নেসা খানম, মুর্শিদা পারভিন পাপড়ি, মুস্তারি সুলতানা পুতুল , শাকিলা ইসলাম জুঁই ও হোসনে আরা বেগম।

 

 

কলারোয়া উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ও তার প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শেখ আতাউর রহমান, সাঈদ মেহেদি ও শেখ মেহেদি হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে শেখ ইকবাল আলম বাবলু, ডিএম সিরাজুল ইসলাম, মো. আবদুল হাকিম, নাজমুল আহসান, আবদুল হামিদ, জনতার সাহেব ও গাজি জাহাঙ্গির কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন্নাহার জেবু, দিপালী রানী ঘোষ, আফসানা খাতুন ও ফারজানা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও তার প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে অসীম চক্রবর্তী, আবদুস সেলিম রেজা, রাশেদ সরোয়ার শেলী, মো. সাহেব আলি, অ্যাডভোকেট ফিরোজ হোসেন, মতিলাল সরকার ও মো. আক্তারুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের হেনা গাজি, মোসলেমা খাতুন, মজিদা বেগম ও পারভিন নাসিমা আক্তার শিল্পী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে আতাউল হক দোলন, জিএম আজিবর রহমান, বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও সম আবদুস সাত্তার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভিন।

এদিকে, দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আবদুল গনি, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাঈদ মাহফুজুর রহমান, মাহবুবুল আলম খোকন ও ওজিয়ার রহমান প্রার্থী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিনু, মনিরুল ইসলাম মনি, আনিসুর রহমান বকুল, রিয়াজুল ইসলাম এবং হাবিবুর রহমান সবুজ প্রার্থী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আমেনা রহমান, আফরোজা পারভিন, জিএম স্পর্শ ও প্রিয়াংকা রাণী।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা