মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে মুক্তিযোদ্ধা রবিকে বিজয়ী করুন : শাহারিয়ার কবির

একাদশ জাতীয় সংসদ নির্বাচন : মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্রার্থীকে ভোট দিন বঙ্গবন্ধু কন্যা, মানবতার জননী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন মতবিনিময় সভা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সংগঠনের জেলা সভাপতি ও ১৪ দলের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট শাহারিয়ার কবির।

এসময় তিনি বলেন, ‘দেশের মানুষ বঙ্গবন্ধুর খুনী ও স্বাধীনতা বিরোধী কোন যুদ্ধাপরাধীকে মহান জাতীয় সংসদে দেখতে চাইনা। যারা দেশের স্বাদীনতা চাইনি তাদের দেশের মানুষ প্রত্যাখান করেছে এবং ভোটেও প্রমাণ করবে। দেশের মানুষ মহান বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী চক্রকে ভোট দেবেনা। আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় তিনি সাতক্ষীরা সদর আসনে একজন বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে আবারও দলীয় মনোনয়ন দিয়েছেন এবং আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে প্রমাণ করে দিতে হবে সাতক্ষীরা জামাতের দূর্গ নয় এটা আওয়ামীলীগের দূর্গ। সময় এসেছে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার। নির্বাচনের পরে আমরা সাতক্ষীরায় আবারো আসবো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজয়ের মালা পরাতে।

তিনি আরো বলেন, যে কাদের সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধুর খুণীদের বিচারের দাবীতে ভারতে চলে গিয়েছিলেন। সেই কাদের সিদ্দিকী খুনী ও জামাতের সাথে হাত মিলিয়েছে। ড. কামাল হোসেন ও বঙ্গবন্ধুর খুনী ও জামাতের সাথে হাত মিলিয়ে মুনাফিকী করেছে। মুক্তিযুদ্ধর চেতনার মানুষ জামাত ও বঙ্গবন্ধুর খুনীদের প্রত্যাখান করে স্বাধীনতার পক্ষে ভোট দেবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম ইনামুল হক বিশ্বাসসহ প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোষ্ঠ বিহারী মন্ডল, সিরাজগঞ্জ জেলায় ২০০১ সালে নির্যাতনের শিকার শিকার পূর্ণিমা রাণী শীল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র