নৌকা প্রতীকে ভোট চাইলেন তারকারা
নির্বাচনে ব্যস্ত তারকারা
জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন। সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। চায়ের কাপেও চলছে নির্বাচনী ঝড়।
এই ঝড় থেকে বাদ পড়েনি মিডিয়া জগৎও। শোবিজ তারকারা নির্বাচনী প্রচারণায় ছুটে চলছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই নির্বাচনী প্রচারণায় তারকাদের ব্যস্ততার কারণে বলতে গেলে স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র, নাটক ও সংগীত পাড়া। যৎসামান্য কাজ চললেও তাতে মনোযোগ নেই তারকাদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতেই যেন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তারা।
আর এবারই প্রথম জাতীয় নির্বাচন নিয়ে তারকাদের ব্যাপকভাবে এমন মেতে ওঠা।
বেশির ভাগ তারকাই সরাসরি প্রচারণার কাজে নেমেছেন। যারা নামেননি তারা বাইট দিচ্ছেন প্রিয় দল আর প্রার্থীর পক্ষে।
সম্প্রতি বেশ কয়েকটি বাইট দিয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান। এই নায়ক এখন ‘শাহেনশাহ’ ছবি আর একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় সরাসরি এখনো প্রচারণায় নামতে না পারলেও ‘নির্বাচনী বাইট’ দিচ্ছেন এবং তা ফেসবুকসহ নানা সাইডে ভাইরাল হয়েছে।
এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় যাদের বেশি অংশ নিতে দেখা যাচ্ছে তারা হচ্ছেল চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ।
তাছাড়া ছোট পর্দার তারকা শমী কায়সার, মাহফুজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, কণ্ঠশিল্পী পড়শীকে সম্প্রতি একটি নির্বাচনী গোলটেবিল বৈঠকে অংশ নিতে দেখা গেছে।
চিত্রনায়িকা অপু বিশ্বাসও কিন্তু প্রচারণায় পিছিয়ে নেই। বগুড়া, সৈয়দপুরসহ দেশের নানা জায়গায় প্রিয় দল আর প্রার্থীর পক্ষে প্রচারকাজে অংশ নিচ্ছেন আর নির্বাচনী বাইট দিয়ে যাচ্ছেন তিনি।
অভিনেতা আজিজুল হাকিম এবং তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিমও বিভিন্ন স্থানে প্রচারণার কাজে নেমেছেন।
সম্প্রতি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ক্রীড়া ব্যক্তিত্ব সত্যজিৎ সাদ রুপু, আশরাফ উদ্দিন চুন্নু, অভিনেতা জাহিদ হাসান, মাহ্ফুজ আনাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নূতন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভীন সুইটি, আজমেরী বাঁধন, শামীমা তুষ্টি, চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক, শাকিল খান, কণ্ঠশিল্পী এস ডি রুবেল প্রমুখকে নির্বাচনী প্রচার কাজে অংশ নিতে দেখা গেছে।
আরও আছেন নৃত্যশিল্পী মডেল মৌ, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও নির্মাতা গুলজার।
মিডিয়া ব্যক্তিত্বদের কথায় নানা কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নাগরিক হিসেবে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করে তোলা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে মিডিয়া জগতের বাসিন্দাদেরও করণীয় আছে। তারা যেহেতু দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু তাই তারা যদি মাঠে নামে তাহলে ভোটারদের মধ্যে ভোট দানে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া নিঃসন্দেহে জোরালো হবে। এবার এই কনসেপ্টটিই আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশি কাজ করছে।
এবারের নির্বাচনে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এবারই সবচেয়ে বেশি তারকা নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থীদের তালিকায় রয়েছেন- মাসুদ পারভেজ সোহেল রানা, আসাদুজ্জামান নূর, ফারুক, কনকচাঁপা, মমতাজ ও ক্রিকেটার মাশরাফি।
সবমিলিয়ে এবারের নির্বাচন হয়ে উঠেছে তারকাবহুল। যা আগে কখনো দেখা যায়নি।
নৌকা প্রতীকে ভোট চাইলেন তারকারা
বিজয় কনসার্টে বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়ের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন দেশের খ্যাতিমান তারকা শিল্পীরা।
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে রবিবার রাতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়।
বিজয় কনসার্টে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র তারকা ফেরদাউস, রিয়াজ, মীর সাব্বির, নাট্য অভিনেতা শমী কায়সার ও মাহফুজ আহমেদ, চিত্রনায়িকা সুইটি, কণ্ঠশিল্পী শামীম হাসান, কণা, রিংকুসহ একঝাঁক তারকা শিল্পী।
কনসার্টে স্টেডিয়াম পূর্ণ দর্শকদের সামনে তারকা শিল্পীরা নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শেখ তন্ময় নিজেও একজন তারকা। তিনি দেশের তরুণদের নেতৃত্ব দিচ্ছেন। যার ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হোক মানুষের সঙ্গে বেইমানি করতে পারেন না। শেখ তন্ময় আগামীতে এ দেশের নেতৃত্ব দেবেন। আপনারা দেশ ও জাতির প্রয়োজনে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ তন্ময়কে জয়যুক্ত করবেন।
শুভেচ্ছা বক্তব্যে শেখ তন্ময় বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবেন, দেশের উন্নয়নে অবদান রাখবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন