উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের পিইসি পরীক্ষা শুরু
কলারোয়া উৎসবমুখর পরিবেশে ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (১৮নভেম্বর) ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ এ পরীক্ষা কলারোয়া উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনি ও ১২টি কেন্দ্রে মাদরাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন জানান- পৌরসভাসহ উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৩হাজার ৭’শ ১৮জন। এর মধ্যে ছাত্র ছিলো ১হাজার ৭’শ ৫৩জন ও ছাত্রী ১হাজার ৯’শ ৬৫জন। প্রথম দিন পরীক্ষায় অংশ নিয়েছে ৩হাজার ৬’শ ৬৮ পরীক্ষার্থী। অনুপস্থিত ৫০ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮জন ও ছাত্রী ১২জন।
আর মাদরাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩’শ ৩জন ছাত্র ও ২’শ ৭ ছাত্রীসহ সর্বমোট ৫’শ ১০ পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলো ৪’শ ২২জন। অনুপস্থিত ৮৮জনের মধ্যে ছাত্র ৫৯ জন ও ছাত্রী ২৯জন।
উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলো হলো- কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, জয়নগর বদরুন্নেছা গালর্স হাইস্কুল, জালালাবাদ দাখিল মাদরাসা, কয়লা হাইস্কুল, লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল, কেঁড়াগাছির বোয়ালিয়া হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল, কেরালকাতার সিংগা হাইস্কুল, কাজিরহাট হাইস্কুল, কুশোডাঙ্গা হাইস্কুল, দেয়াড়ার খোরদো হাইস্কুল ও বামনখালী হাইস্কুল।
সরেজমিন কয়েকটি পরীক্ষা কেন্দ্র গিয়ে দেখা যায়- শিক্ষকসহ সংশ্লিষ্টদের সার্বিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষায় অংশ নেন কোমলমতি পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষকদের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন ছিলো। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিলো লক্ষণীয়।
পরীক্ষা শেষে কলারোয়া পাইলট হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থী ফুয়াদ আল-আবরার জানান- ‘সুন্দর পরীক্ষা দিয়েছি।’
লাঙ্গলঝাড়া কেন্দ্রে পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষক আসাদুল ইসলাম কলারোয়া নিউজকে জানান- ‘বাচ্চাদের কোন ভীতি ছাড়াই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায় জানান- ‘বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ৩০মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। আগামি ২৬নভেম্বর সমাপনী পরীক্ষা শেষ হবে।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন