বার্লিনে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
প্রযুক্তির উপর অহেতুক নির্ভরতা কমিয়ে আত্মবিশ্বসের সাথে সাথে সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্বনির্ভরশীল হতে বিশ্বের তরুণদের আহবান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী, ক্ষুদ্রঋণ ব্যবস্থার জনক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস।
শনিবার রাজধানী বার্লিনে স্থানীয় একটি মিলনায়তনে প্রকাশনা সংস্থা গুইটারস লোহের ফারলাগস হাউস ও মাজারাস এর উদ্যেগে তার লেখা বই ‘অন্য এক পূঁজিবাদ ও তার সম্ভাবনা’ শীর্ষক জার্মান ভাষায় অনুদিত ও অনুবাদকৃত বইটির প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
প্রকাশনা অনুষ্ঠানে বরণ্য এই অর্থনীতিবিদ উপস্থিত সবাইকে বলেন, আমি গর্বিত যে আমি বাংলাদেশের মত একটি অনন্যসাধারণ দেশে জন্মেছি। আর এই দেশে জন্মেছি বলেই আমি আজকে ইউনূস হয়ে আপনাদের সামনে আমার দেশের নারী-শিশুসহ সবার স্বনির্ভরতার গল্প শোনাতে পারছি।
ক্ষুদ্রঋণের জনক এই শিক্ষাবিদ বলেন দারিদ্র্য বিমোচনে বাংলাদেশসহ সারাবিশ্বে সামাজিক ব্যবসার প্রসার বাড়াতে হবে আর ক্ষুদ্র পূঁজিবাদ ও সহযোগিতামূলক বিনিয়োগের মাধ্যমেই নতুন প্রজন্ম পাবে নতুন এক অর্থনীতির ধারা যা ব্যক্তির সাথে সাথে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে স্বনির্ভর করতে সাহায্য করবে অনায়াসেই।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, মুনাফাভিত্তিক অর্থনীতি আর নয়, আমাদের জনকল্যাণভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মের জন্য এখন আমাদের সেই অর্থনীতি দরকার যা ভবিষ্যতের ভিত তৈরি করবে। ব্যবসায়ে ঝুঁকি থাকবেই তাই বলে তরুণদের ঘাবড়ে গেলে চলবে না।
এই সময় তিনি বিশ্ব পরিবেশের জন্যে হুমকি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, সীমিত সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় জোর দেয়ার আহবান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন