শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জনতার বিক্ষোভ

কলারোয়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

কলারোয়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভও করেছে শত শত এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫নভেম্বর) দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পাঁচ ধানঘোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়রা জানান- ওই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের কাছে তার বাড়িতে সন্ধ্যার পরে প্রাইভেট পড়তো ৫ম শ্রেণির ওই ছাত্রী। প্রাইভেট পড়ানোর সুযোগে শিক্ষক জাকির গত ৪দিন যাবত ওই ছাত্রীকে যৌন নিপীড়ন চালিয়ে আসছিলো। কিন্তু লোক লজ্জার ভয়ে ছাত্রী বিষয়টি কাউকে বলতে পারেনি। এরই একপর্যায়ে গত রবিবার (৪নভেম্বর) সন্ধ্যায় অন্য আরেকটি ছাত্রী শিক্ষক জাকিরের কাছে প্রাইভেট পড়তে গেলে ঘটনাটি তার চোখে পড়ে। এরপর বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সোমবার সকালে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে স্কুলে গিয়ে লম্পট শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শেষে শিক্ষককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেরিনা আক্তার ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থল গেলে বিকেলে আটক শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়।

লম্পট প্রধান শিক্ষক জাকির হোসেন ধানঘোরা গ্রামের মোজাম হোসেন মোড়লের পুত্র।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান- ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে পুলিশ সুপার ও কলারোয়ার ইউএনও’কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।’

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান- ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নিপীড়িত মেয়েটির পিতা বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাকে কলারোয়া থানায় নিয়ে আসা হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ জানান- ‘ওই শিক্ষকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের ব্যবস্থা করা হয়েছে।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ জানান- ‘আটক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।’

এদিকে, ন্যাক্কারজনক এ ঘটনায় এলাকার মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। ভূক্তভোগি অসহায় শিশু কন্যাটি মা বেঁচে নেই। ছোট বেলায় তার মা মারা যায়। পিতা থেকেও নেই। তার পিতা পুনরায় বিয়ে করে নিজের মেয়েকে তেমন দেখেন না। শিশু মেয়েটি বর্তমানে তার ফুফুর বাড়ি ধানঘোরায় থেকে লেখাপড়া করতো।
অসহায় এ মেয়েটির এমন ঘটনায় সকলে ধিক্কার জানানোর পাশাপাশি ওই প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা