বঙ্গবন্ধুর সহপাঠি এমএলএ মমতাজ আহমেদের মৃত্যুবার্ষিকী ৩ নভেম্বর
৩ নভেম্বর জননেতা মমতাজ আহমেদের মৃত্যুবার্ষিকী।
২০১৩ সালের আজকের এই দিনে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মমতাজ আহমেদ (৯৬)। তিনি ছিলেন তৎকালিন পুর্ব পকিস্তানের আইন সভার সদস্য (১৯৫৪) এবং ১৯৭২ এর গণ পরিষদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহপাঠি। তিনি আমৃত্যু জনকল্যাণমূলক কাজ করে গেছেন। কলকাতায় জাতির জনক বঙ্গবন্ধুর সাথে একই কলেজে লেখাপড়ার সুবাদে তাঁর ঘনিষ্টভাজন হয়ে ওঠেন। তিনি ১৯৫৪ সালে এমএলএ, ১৯৭০ সালে এমপিএ ও ১৯৭২ সালে এমসিএ (গণপরিষদ সদস্য) ছিলেন।
কলারোয়ায় তাঁর নামে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মততাজ আহমেদ কৃষি ও প্রযুক্তি কলেজ, যুগিখালি মমতাজ আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ আহমেদ এতিমখানা, মমতাজ আহমেদ বালিকা বিদ্যালয় তাঁর নাম বহন করে চলেছে এ জনপদে।
বোয়ালিয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামে তাঁর হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান।
ব্যক্তিজীবনে ১৯৫১ সালে তিনি যশোরের শার্শার বাগআঁচড়া হাইস্কুলে শিক্ষকতায় যোগ দেন। পরে তিনি ওই হাইস্কুলের প্রধান শিক্ষক পদে উন্নীত হন। তিনি ১৯৫৩ সালে স্বেচ্ছায় শিক্ষকতার চাকুরি ছেড়ে দেন। তিনি সমাজসেবামূলক কাজ করার পাশাপাশি পত্রিকায় কলাম লিখতেন। লিখতেন কবিতাও। এই দেশ ও দেশের মানুষকে ভীষণ ভালোবাসতেন মমতাজ আহমেদ। মানুষও তাকে যেমন ভালোবাসতেন, তেমন শ্রদ্ধা করতেন।
মমতাজ আহমেদ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের পিতা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদের শ্বশুর।
শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক জানান- বোয়ালিয়া গ্রামে মরহুমের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন