শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিএনপির জোট নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যাথা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই দেশের রাজনীতিবিদরা যখন যার সাথে সুবিধা পায় তার সাথেই জোট করে। সেজন্য বিএনপির জোটে ২০ জন আছে কি ৩০ জন আছে বা মাত্র পাঁচজন রইল সেটা আমাদের দেখার বিষয় না। আর এটা নিয়ে আওয়ামী লীগের কোন মাথা ব্যথা নেই।’

তিনি বলেন, দেশের মানুষ স্বাধীনতায় নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসে।

সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ক্র্যাব নাইট, রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।

মন্ত্রী বলেন, ২০ দলীয় জোট ভাঙতে সরকারের কোন ভূমিকা নেই। আমরা কাউকে জোট তৈরি করতেও সহযোগিতা করি না, আবার কাউকে ভাঙতেও সহযোগিতা করি না। কাজেই ভেঙে গেল না গেল, সেগুলো আমাদের মাথা ব্যথা নেই।’

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বি, দেশের মানুষ আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসে। কার দল ভাঙল বা গড়ল তা নিয়ে আমাদের কিছু বলার নেই, করারও নেই।’

অনুষ্ঠান শেষে আগামী নির্বাচনকে সামনে রেখে জালাও পোড়াও আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় যা কিছুই তা নির্বাচন কমিশন দেখবে। আর নিরাপত্তা বাহিনী অনেক তৎপর। এর মধ্যে কোন নাশকতা বা অপরাধ হবে এটা আমরা বিশ্বাস করি না। কেউ করলেও সেটা শক্ত হাতে দমন করবে।’
তিনি বলেন, ‘সেই সময় যারা থাকবে সেটা নির্বাচন কমিশন। আমরা শুধু তাদের সাহায্য করব৷ নির্বাচনে সহায়তার জন্য নিরাপত্তাবাহিনী প্রস্তুত আছে।’
এর আগে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা কখনও জঙ্গিবাদ, সন্ত্রাস পছন্দ করে না৷ তারা এগুলো রুখতে আমাদের সহযোগিতা করেছে।’ ১০ বছর আগের তুলনায় পুলিশ বাহিনী এখন অনেক পেশাদার, অনেক দক্ষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দেশে মাঝে মাঝে দুই একটা ঘটনা ঘটছে, সেসব আমাদের গোয়েন্দারা নজরদারিতে রেখেছে।’

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জঙ্গি বিরোধী লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকারও প্রশংসা করেন মন্ত্রী। বলেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দাবাহিনী যেগুলো মিস করেন সেগুলো তথ্য দিয়ে সাহায্য, সহযোগিতা করেন আমাদের ক্রাইম রিপোর্টাররা। তারা দীর্ঘদিন ধরে করছেন বলেই আমরা আজ অনেক জায়গায় সফলতা আনতে পেরেছি।’
ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অপরাধ বিষয়ক প্রতিবেদকদেরকে বিভিন্ন বিভাগে প্রতিবেদনের জন্য ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিবেদনদের সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কৃত করা হয়৷

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী