রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার দুই পুলিশ হত্যা মামলার নির্দোষ আসামির কয়েদি সেলে মৃত্যু

সুপ্রিম কোর্টে খালাস পেলেও আদেশ আসার আগেই সাতক্ষীরার জোড়া পুলিশ হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী অবেদ আলী দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে খুলনা ৫০০ শয্যা হাসপাতালের কয়েদি সেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন।

সোমবার সকাল ৯টায় নিজ বাড়ি সাতক্ষীরা শহরের কুকরালিতে নামাজে জানাজা শেষ দাফন কাজ সম্পন্ন হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে।

মৃতের ছেলে শেখ আশিকুর রহমান শাওন বলেন- ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি ইটাগাছা পুলিশ ফাড়ির সিপাহী মোতালেব ও ফজলুল হককে ইটাগাছা এলাকার ফটিক বাবুর বাড়ির সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পরদিন সদর থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অবেদ আলীসহ ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামী রায়হানুল ইসলাম ও শোয়েবর আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে ২০০৬ সালে রায়হানুল ইসলাম, অবেদ আলী ও জাকির হোসেনকে মৃত্যুদন্ড এবং আব্দুস সোবহান, আব্দুস সালেক, মোঃ শাহীন ও মোঃ মিলনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত। তবে আসামী সোয়েবর আলী ও ছাদিক খালাস পান। এদিকে আসামী বদরুজ্জামান মামুন উচ্চ আদালতে রিট পিটিশন করে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেন।

তিনি আরো বলেন- ফাঁসির আদেশের বিরুদ্ধে ২০০৩ সালে হাইকোর্টে আপিল করলে ২০১১ সালে শুনানী শেষে অবেদ আলীকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে চলতি বছরের ১১ এপ্রিল হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

২০১৫ সালে যশোর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকাকালিন লিভার ক্যান্সারে আক্রান্ত হন অবেদ আলী। জাতীয় মানবাধিকার কমিশন ও আইনজীবীদের দৌড়ঝাপের পর সুপ্রিম কোর্টের খালাস আদেশটি দীর্ঘ ছয় মাস পর রোববার বিকেলে সাতক্ষীরা জজ কোর্টে এসে পৌছায়।
ইতিমধ্যে রোববার সকাল ১০টায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা অবেদ আলী মারা যান।

সকল আইনি প্রক্রিয়া শেষে রোববার রাত ৯টার দিকে বাবার লাশ সাতক্ষীরার কুখরালীর বাড়িতে আনা হয় এবং সোমবার সকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র