মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জাতীয় নির্বাচনেও কুমিল্লার কৌশল নিতে চায় বিএনপি

যে কৌশল কাজে লাগিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জয় পেয়েছে বিএনপি সেই একই কৌশল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজে লাগাতে চাইছে দলটি। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

দলটির নেতাদের মতে, প্রতিটি ভোটকেন্দ্র সতর্ক পাহারা তথা প্রশাসনকে চাপে রাখা গেলে নির্বাচনে এক ধরনের ইতিবাচক ফল পাওয়া যায়। বিশেষ করে নৌকা প্রতীকের ব্যাজ বা স্টিকার গায়ে লাগিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার পাশাপাশি বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার কৌশল এবার কুসিক নির্বাচনে বেশ কাজ দিয়েছে বলে মনে করে দলটি।

বিএনপি নেতারা আরো বলছেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন করার পাশাপাশি সার্বক্ষণিক যোগাযোগ রেখে নির্বাচন কমিশনকেও বিএনপি চাপের মধ্যে রাখতে পেরেছে কুসিক নির্বাচনে। এ কারণে কমিশন সারাক্ষণ প্রশাসনকে চাপের মুখে রাখতে বাধ্য হয়েছে। ফলে কিছু কেন্দ্রে গোলযোগ সৃষ্টি হলেও পুরো নির্বাচনে সরকারি দল প্রভাব বিস্তার করতে পারেনি বলে দলটির মূল্যায়ন।

বিএনপি নেতাদের মতে, নৌকা প্রতীকের ব্যাজ গায়ে লাগিয়ে ধানের শীষে ভোট দেওয়ার কৌশল এবার কুমিল্লা আওয়ামী লীগ তথা প্রশাসনের লোকেরা বুঝতেই পারেনি। এ কারণে তারা ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়নি। মূলত এ কৌশলেই কুসিক নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের কৌশল কাজে লাগানো যায় কি না তা নিয়ে বিএনপিতে আলোচনা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচন এখনো অনেকটা দূরে। তাই ওই নির্বাচনের কৌশল এখনই বলা যাচ্ছে না। তবে এটি ঠিক যে কুমিল্লার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শেষ পর্যন্ত সতর্ক না থাকলে ফল সরকারি দলের লোকেরা পাল্টে দিত। ’

বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনের মতে, কুমিল্লায় বিএনপির সাক্কু সব সময়ই আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্রার্থী। তা ছাড়া তাঁর সাংগঠনিক ক্ষমতাও বেশ ভালো। সরকারি দল প্রভাব বিস্তার না করলে ফল হতো ৩ : ১; অর্থাৎ বিএনপির তিনের এক অংশ ভোট পেত আওয়ামী লীগ।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, কুমিল্লায় বিএনপির ভোট বেশি। সঠিকভাবে নির্বাচন হলে আরো বেশি ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী জয়লাভ করতেন।

নজরুল ইসলাম খানের মতে, নৌকা প্রতীকের ব্যাজ গায়ে লাগিয়ে ধানের শীষে ভোট দেওয়ার কৌশলটি আসলে কুমিল্লার স্থানীয়, যেটি কাজে লেগেছে। কারণ এ ছাড়া জনগণের আর কোনো উপায় ছিল না। এ ধরনের কৌশল অতীতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনসহ আরো অনেক জায়গায় বিএনপি কাজে লাগিয়েছে বলে জানান কুসিক নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা এই নেতা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, কুমিল্লায় আওয়ামী লীগের তুলনায় বিএনপির ভোটার বা সমর্থক বরাবরই বেশি। আর মেয়র প্রার্থী হিসেবে সাক্কুর সেখানে আধিপত্যও বেশি। তা ছাড়া গত জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি সে ক্ষোভও এ নির্বাচনে জনগণ কাজে লাগিয়েছে। তিনি বলেন, কুমিল্লায় বিএনপি নেতাকর্মীরা দিন-রাত ভোটকেন্দ্র পাহারা না দিলে ফল তারা (আওয়ামী লীগ) ছিনিয়ে নিত; কিন্তু চাপ থাকায় সেটি হয়তো সম্ভব হয়নি।

এক প্রশ্নের জবাবে নোমান বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে এটি ঠিক ওই নির্বাচনে বিএনপি অংশ নিলে কুমিল্লার নির্বাচনের মতোই নেতাকর্মীরা সতর্ক থাকবে। ’

কুসিক নির্বাচনের ফল নিয়ে বিএনপির ভেতরে আরেকটি মূল্যায়ন হলো জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারি প্রচার শেষ পর্যন্ত জনগণ গ্রহণ করেনি। দলটির নেতারা মনে করেন, গত কয়েক বছরে ব্যাপক ‘অপপ্রচারের’ পরও বিএনপির ভোট ব্যাংকে আওয়ামী লীগ ঢুকতে পারেনি। ফলে ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে দলটিতে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী