রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শহীদ স.ম আলাউদ্দিনের জন্মদিন ও হত্যা মামলা সংক্রান্ত মতবিনিময় সভা

আধুনিক সাতক্ষীরার রূপকার, জনপ্রিয় পাঠকনন্দিত দৈনিক পত্রদূত সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন ৭৪তম জন্মদিন ও হত্যা মামলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে প্রয়াত এই সম্পাদকের জন্মদিন ও হত্যা মামলা সংক্রান্ত কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এসএম হায়দার আলী, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গনি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ আব্দুল বারী, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলু, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, জেএসডির কেন্দ্রীয় নেতা সুধাংশু সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন। এরপর ২২ বছর অতিবাহিত হলেও আজও এ হত্যাকাণ্ডের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। হত্যা মামলা হলেও তা কোয়াশমেন্ট করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এর পর বিচার প্রক্রিয়া শুরু হলেও তা প্রভাবিত করতে হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ মামলায় ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরাবাসী ফের রাজপথে নামবে।

সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, বাসদ নেতা শেখ আজাদ হোসেন বেলাল, জাতীয় পার্টির সভাপতি আহজার হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, জাসদ নেতা শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, জাসদের জেলা সেক্রেটারি ইদ্রিস আলী, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আল মাহমুদ পলাশ, সাহিত্যিক গাজী শাহজান সিরাজসহ ৩১জনকে সদস্য করে স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শহীদ স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র