সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রোদ-বৃষ্টিতে কলারোয়ায় ঈদুল আজহার নামাজের জামাত

কলারোয়ায় ত্যাগ, মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রোদ-বৃষ্টির খেলায় উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক এলাকায় জামাতে দাড়ানোর পর বৃষ্টি হওয়ায় ভিজেই নামাজ আদায় করেন। অনেক এলাকায় বৃষ্টিস্নাত ঈদগাহে নামাজ আদায় হয়। আবার অনেক এলাকার ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হতে না পেরে নিজেদের মহল্লার মসজিদগুলোতে নামাজ আদায় করা হয়। তবে অনেক এলাকায় স্বাভাবিক আবহাওয়া থাকায় সুষ্ঠু পরিবেশে ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত হয়।
রোদ-বৃষ্টির খেলায় ঈদের জামাতে অংশ নিতে ধর্মপ্রান মুসল্লিরা সাময়িক ভোগান্তিতে পড়লেও সব মিলিয়ে কোন অভিযোগ-অনুযোগ শোনা যায়নি কারোর মুখে।

বরাবরের মতো এবারো উপজেলার বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাহে। সেখানে ঈদগাহ কমিটির সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসরসহ প্রায় সাড়ে ৪হাজার মুসল্লি নামাজে অংশ নেন।

ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে নি। সেক্ষেত্রে ওই সকল এলাকার স্ব স্ব মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

এদিকে, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ, থানা জামে মসজিদ, উপজেলা পরিষদ ঈদগাহ, বাসস্ট্যান্ড মসজিদ, শ্রীপতিপুর ধাবকপাড়া ঈদগাহ, তুলসীডাঙ্গা জামে মসজিদ, খাসপুর ঈদগাহ, আলাইপুর খানপাড়া ঈদগাহ, কুশোডাঙ্গা ঈদগাহ, দমদম ঈদগাহ, ঝাপাঘাট ঈদগাহ, ভাদিয়ালী ফুটবল ময়দান, রায়টা মাদরাসা ঈদগাহ, বসন্তপুর, জালালাবাদ পুরাতন ঈদগাহ, খলসি হাফিজিয়া মাদরাসা ঈদগাহ, শুভংকরকাটি কেন্দ্রীয় ঈদগাহ, গাজনা ঈদগাহ, ওফাপুর, পিছলাপুর, চন্দনপুর, বয়ারডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া ঈদগাহসহ উপজেলা ব্যাপী কমবেশি ৪ শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

তাছাড়া আহলে হাদিসের আয়োজনে নারী-পুরুষের সমন্বয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় আহলে হাদিস মসজিদে। জান্নাতুল ফেরদাউস মসজিদ, গদখালী মহিলা মসজিদ মাদরাসা ও ঝিকরা পশ্চিম পাড়া জামে মসজিদে মহিলাদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

পরে গরু, ছাগল কুরবানী করা হয়।

এদিকে, উপজেলার সব ঈদগাহ-মসজিদে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সার্বিক আইন-শৃংখলা শান্তিপূর্ণ রাখতে কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম দায়িত্ব পালন করে বলে জানান ওসি শেখ মারুফ আহম্মদ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা