মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহে ১হাজার ৮৫টি মামলা

সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে নিরাপদ সড়কের দাবীতে চলছে ট্রাফিক সপ্তাহ। গত সাত দিনে ১৯৮৩ সনের মোটরযান আইনের বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ১ হাজার ৮৫ টি মামলা হয়েছে। সাতক্ষীরা শহরে তিনটি স্পটে চলছে ট্রাফিক সপ্তাহ। ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে আইন মানার প্রবনাতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ট্রাফিক পুলিশ বিভাগকে দিনভর সহযোগিতা করেছে রোভার স্কাউট ও বিএনসিনি। অবশ্য ইতিমধ্যে সরকার ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বর্ধিত করেছে। জেলা শহরে ট্রাফিক পুলিশ বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃক নিয়মিত মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে।

ট্রাফিক পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরুর পর ত্রুটিপূর্ণ যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলার হার আগের তুলনাই দ্বিগুণ বেড়েছে। সাতক্ষীরায় ৫ আগষ্ট থেকে শুরু হওয়া সপ্তাহের প্রথম দিনেই মামলা হয় ১৪২ টি, ৬ আগস্ট ১৯০ টি, ৭ আগস্ট ১৮১ টি, ৮ আগস্ট ১৬১ টি, ৯ আগস্ট ১২৬ টি, ১০ আগস্ট ১৩৯ টি ও শনিবার মামলা হয়েছে ১৩৯ টি মামলা হয়েছে। তবে এর সাথে জেলার ৮ থানা ও পুলিশ ফাঁড়িতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্রাফিক পুলিশ ও বিভিন্ন বিভাগের সদস্যরা শনিবার সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের সদস্যরাও এতে সহযোগিতা করেছেন। শহরের আমতলা মোড়ে, লাবনী মোড়ে এবং খুলনা রোড় মোড়ে যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে দেখা যায়। এসব সড়কের পাশে বাস, কার, সিএনজিচালিত অটোরিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দায়িত্ব পালনকারী ট্রাফিক কর্মকর্তারা বলেন, এসব গাড়ির কোনোটির ফিটনেস, কোনোটির চলাচলের রুট পারমিট, আবার কোনোটির ট্যাক্স টোকেন ফেল।

সূত্রটি আরো জানায়- শনিবার দুপুরে ট্রাফিক সপ্তাহ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। তারা সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোমিন হোসেন, সার্জেন্ট মোশাররফ হোসেন, শরিফুল হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউটের প্রাক্তন সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াছিন আলী, সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আরিফুল ইসলাম, মেহেদী হাসান, রোভার মেট আজিমুল হোসেন, হাবিবুল্লাহ, মামুন, প্রাক্ত, প্রভা প্রমুখ।

ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোমিন হোসেন জানান- প্রতিদিন শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের। সেখানে সব মিলিয়ে ৮/৯ জন ট্রাফিক পুলিশ কাজ করে। ৮/৯ জন ট্রাফিক পুলিশের সারাদিন সার্বিক সহযোগিতা করছে প্রায় ২০ জন রোভার স্কাউটের একটি গ্রুপ। যারা রয়েছে মোড়ের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে। শুধু মোড়ে নয় সিগন্যালে এসে গাড়িগুলো সঠিক লেনে আছে কিনা, বাম দিক দিয়ে যেসব গাড়ি বেরিয়ে যাবে তারা দিক নির্দেশক বাতি জ্বালিয়ে চলছে কিনা, পথচারীরা জেব্রাক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার করছে কিনা, বাইকের হেলমেট, মোটরযানের বৈধ কাগজপত্রসহ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, অ্যাম্বুলেন্স আটকে আছে কিনা। এধরনের সব প্রশ্নের উত্তর নেওয়ার মাধ্যমে রাস্তার ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক রাখছে তারা।

রোভার স্কাউটরা জানান- আমরা এই কয়দিনে মানুষকে কিছুটা অভ্যস্ত করতে শিখিয়েছি। কিন্তু যাদের শেখাচ্ছি তারা আবার রাস্তায় পরবর্তীতে এলেই নিয়ম ভাঙতে চেষ্টা করে। যদিও তারা এর আগে নিয়ম ভেঙ্গে জরিমানা দিয়েছে। তাই জনসচেতনার চেয়ে রাস্তায় মানুষকে এ ধরনের নিয়ম মানতে অভ্যস্ত করে তুলতে হবে। এ কারণে ট্রাফিক পুলিশের সংখ্যাও বাড়াতে হবে। এই অল্প সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে হবে না।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান ট্রাফিক সপ্তাহ কার্যক্রম পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করে বলেন, ট্রাফিক সপ্তাহ শেষ হওয়ার পরেও এ ধারা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র