বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সাতক্ষীরায় মানববন্ধন, শিক্ষার্থীরা দাবি মেনে নিলো ডিসি, এসপি

সাতক্ষীরায় শান্তিপূর্ণ ভাবে ”নিরাপদ সড়ক চাই”এর দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন স্লোগান দিকে থাকে। মুহুমুহু স্লোগানে তারা বলতে থাকে বেপোরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে, প্রত্যেক সড়ক দূর্ঘটনা প্রবন এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, শিক্ষার্থীদের গাড়িতে নিতে হবে, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যাবস্থা করতে হবে।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান মানববন্ধনে উপস্হিত হয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসক ইফতেখার হোসেন মানববন্ধনে উপস্হিত ছাত্র-ছাত্রীদের বলেন, তোমাদের দাবী দাওয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এছাড়া যদি কোন সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে দেখা করে বললে আমি তোমাদের দাবী মেনে নেব। পুলিশ সুপার বলেন, সাতক্ষীরায় বিভিন্ন স্কুল কলেজের সামনে স্প্রিড ব্রেকার ও একজন করে ট্রাফিক পুলিশ নিয়োগের ব্যাবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পুুুলিশ বিভাগে পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।পরে মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাত্র-ছাত্রীদের পানি পান করান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। তাদের বক্তব্যের পর ছাত্র-ছাত্রীর স্কুলে ফিরে যায়।

বৃক্ষমেলার উদ্বোধন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাব থেকে “সবুজে বাঁচি, সবুজ বাাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে ফিতা কাটা ও বেলুন-ফেস্টুন উড়ানো মধ্যদিয়ে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় বেশি বেশি করে গাছ রোপনের আহবান জানান।
এবারের এ বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের ষ্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ নরুল আমিন। সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে গাছ বিক্রির লভ্যাংশ ১০ জনের মাঝে প্রতিজনকে ৫২ হাজার ২শ ৬১ টাকার একটি করে চেক প্রদান করা হয়। । সর্বমোট ১০ জনকে মোট ৫ লক্ষ ২০ হাজার ৬শ ১০ টাকা প্রদান করা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডকে দেওয়া হয় ২ লক্ষ ৭৯ হাজার ৭২৪ টাকা। ভোমরা ইউনিয়ন পরিষদকে ৬৯ হাজার ৯২১ টাকা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য- সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।

পরিদর্শন

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং পরিদর্শন করলেন সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
তিনি শনিবার বিকালে পরিচালনা কমিটি ও এতিম শিশুদের সাথে অনেক সময় অতিবাহিত করেন এবং সকল হিসাব নিকাশ নিরিক্ষণ করেন। সকল হিসাব যথাযথ ভাবে রক্ষাণাবেক্ষণ করায় সন্তোষ প্রকাশ করে আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। এসময় তিনি এতিম শিশুদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং পরিচালনা পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজী সিরাজুল হক, কোষাধ্যক্ষ আলহাজ¦ মো. আবু দাউদ, সদস্য মহসীন হোসেন বাবলু, কাজী আমিরুল হক আহাদ, অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকি, প্রভাষক মো. মনিরুজ্জামান, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মো. ইব্রাহীম খলিল, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ। এসময় আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ট্রাক ড্রাইবারসহ এক মাদক সেবনকারিকে আটক করেছে।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টে মাধ্যমে পৃথক পৃথক সাজা দেওয়া হয়েছে। আটককৃতরা হচ্ছে,সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ বাশার মোল্যার ছেলে মোঃ শাহিন(২০) ও আশাশুনি উপজেলার মাড়িয়ালা গ্রামের আব্বাস আলী সরদারের ছেলে আবু হাসান(৩৫)।
কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, শনিবার বিকালে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্প এর সামনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্রাক চালানোর দায়ে মোঃ শাহিনকে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের সাজা প্রদান করা হয়।অপরদিকে একই এলাকা থেকে মাদক সেবনের দায়ে আবু হাসানকে আটক করে। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ দিনের সাজা প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র