শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অসাবধানতা আর পল্লী বিদ্যুতের দায়িত্বহীনতায় কলারোয়ায় প্রাণ গেলো দু’জনের

অসাবধানতা আর পল্লী বিদ্যুতের দায়িত্বহীনতায় কলারোয়ায় প্রাণ গেলো দু’জনের। বিদ্যুতস্পৃষ্টে কলারোয়ার ওই দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহষ্পতিবার (২৬জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাকডাঙ্গা গ্রামের নাসির উদ্দীনের পুত্র দেলোয়ার হোসেন (৩০) ও মৃত আবুল কাশেমের পুত্র সিরাজুল ইসলাম (৬০)।

আশংকাজনক অবস্থায় তাদের সাতক্ষীরায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে- কাকডাঙ্গায় দেলোয়ারের বাড়ির ছাদের উপর পোল্টি মুরগির খামারে কাজ করার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ফোর ফোরটি বিদ্যুৎ লাইনে অসাবধানতা বশত মিস্ত্রী সিরাজুল ইসলামের হাতে থাকা ছাউনি টিন বিদ্যুৎ লাইনের তারের উপর পড়ে। এতে সিরাজুল বিদ্যুস্পৃষ্ট হলে তাকে বাচাঁতে দেলোয়ার এগিয়ে গেলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় তাদের দু’জনকে সাতক্ষীরায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও কাকডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- ‘বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে আহতাবস্থায় সাতক্ষীরা নেয়ার পথে তারা মারা গেছেন।’

বৃহষ্পতিবার বেলা পৌনে ১টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদের কাছে তাঁর সেলফোনে একাধিকবার রিং দিলেও তিনি ফোন কেটে দেয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, পল্লী বিদ্যুতের মেইন খুটির তার সরকারি রাস্তা বরাবর যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় একটু ফাঁকা স্থান পেলেই যেখান-সেখান দিয়ে সংযোগ দেয়া হয়েছে। এমনকি বিভিন্ন বাড়ি, বিল্ডিং-এর একেবারে পাশ দিয়ে ও ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়েও খুটির তার টানা হয়েছে। ফলে দূর্ঘটনার পাশাপাশি বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা। বিদ্যুতস্পৃষ্টের দূর্ঘটনা গুলোতে হতাহত ব্যক্তিদের অসাবধানতার পাশাপাশি পল্লী বিদ্যুতের সংশ্লিষ্টদের দায়িত্বহীনতাও সমান ভাবে দায়ী বলে মনে করেন সচেতন মহল।
অভিযোগে সুরে স্থানীয়রা জানিয়েছেন- অনেক এলাকাতে বসতবাড়ির একেবারে ধার ঘেষে পল্লী বিদ্যুতের মেইন তার টানা হয়েছে। গ্রাহকরা তার সরানোর জন্য জানালেও বেশিরভাগ সময় গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা