‘ভালো মন্দে মানুষ’
কলারোয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সদ্য বিদায়ী ওসি বিপ্লব
ইন্সপেক্টর বিপ্লব দেব নাথ, অফিসার ইনচার্জ (ওসি)। সাতক্ষীরার কলারোয়া থানা থেকে সদ্য বদলি হয়েছে আশাশুনি থানায়। ১৬জুলাই ২০১৮ তারিখ সোমবার বিকেলে নবাগত ওসি মারুফ আহম্মেদের কাছে দায়িত্ব বুঝে দেন বিদায়ী ওসি বিপ্লব দেব নাথ।
২০১৭সালের ৩১মার্চ তিনি যোগ দিয়েছিলেন কলারোয়া থানায়। জামায়াত-শিবির অধ্যুষিত এ উপজেলাকে যেমন রেখেছিলেন ধর্মান্ধতার রাজনীতির রাহুমুক্ত ঠিক তেমনি মাদক ও সন্ত্রাস দমনে ছিলেন শক্ত মনোভাবের। চলমান মাদক বিরোধী অভিযান চালিয়েছেন কঠোর হস্তে।
কলারোয়া থানায় চাকরিকালীন সময়ে সাতক্ষীরা জেলার মধ্যে ৪বার শ্রেষ্ঠা ওসি হিসেবে মনোনীত হয়ে সম্মাননা পেয়েছিলেন বিপ্লব দেব নাথ। একই সাথে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে দখলে রেখেছিলেন কলারোয়াকে।
কলারোয়ার সার্বিক আইনশৃংখলা সমুন্নত রাখতে দিনরাত পরিশ্রম করে গেছেন বিপ্লব কুমার নাথ। ব্যর্থতার চেয়ে সফলতা ছিলো তাঁর হাতের মুঠোয়। তিনি ছোটখাটো সমস্যাকে সম্ভাবনায় রূপ দিতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেছেন জনতার সেবক হিসেবে। ফলশ্রুতিতে পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসা, থানা এলাকাকে রাখতে পেরেছেন সন্ত্রাস-মাদক-জঙ্গি মুক্ত। মানুষের প্রত্যাশা আর প্রাপ্তি, সাধ আর সাধ্যের স্বপ্ন বাস্তবায়নে অন্যতম ভূমিকা রাখেন তিনি।
সীমান্ত উপজেলা হিসেবে থানা এলাকাকে রেখেছিলেন যেকোন সময়ের চেয়ে নিরাপদ। রাজনৈতিকসহ বিভিন্ন উদ্বুদ্ধ পরিস্থিতিতেও কঠোর হাতে আইন-শৃংখলা রেখেছিলেন স্বাভাবিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে মত-পার্থক্যের ঊর্ধে থেকে সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে করেছিলেন বেগবান।
বৃহত্তর চট্রগ্রাম শহরে জন্ম নেয়া ও বেড়ে ওঠা বিপ্লব দেব নাথ একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে ব্যক্তিগত পারিবারিক জীবনেও তিনি সফল। চাকরি জীবনে দেশের বিভিন্ন এলাকায় ও থানায় দায়িত্ব পালন করেছিলেন সফলতার সাথে।
ইন্সপেক্টর (পরিদর্শক) পদে ভূষিত হওয়ার আগে ও পরে বিপ্লব দেব নাথ একাধিকবার আইজিপি পদকপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও কলারোয়া থানায় যোগদানের আগে-পরে ভূষিত হয়েছেন জাতীয় পর্যায়ে মাদার তেরেসা স্বর্ণপদক, শেরে বাংলা একে ফজলুল হক স্বর্ণপদক, মহাত্মা গান্ধি স্বর্ণপদক, আন্তর্জাতিক মাতৃভাষা গোল্ড এ্যাওয়ার্ডেও।
সদ্য বিদায়ী ওসি বিপ্লব দেব নাথ ‘ভালো মন্দে মানুষ’ শীরোনামে তিনি নিজের ফেজবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘ভালো মন্দে মানুষ। যা কিছু ভালো, সব আপনাদের, মন্দটুকু আমার। সর্বোচ্চ চেষ্টা করেছি পুলিশি সেবা আপনাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে। কলারোয়া বাসীর প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘ ৪৮০ দিন আপনারা আমাকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। চাকুরীর বিধি অনুযায়ী জনস্বার্থে আমাকে সরকার আশাশুনি থানায় ওসি হিসাবে বদলি করেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে জনসেবায় নিজেকে সবসময় অব্যাহত রাখতে পারি। বিদায় কলারোয়াবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।’
একই সাথে তিনি কলারোয়া থানার নবাগত ওসি মারুফ আহম্মেদের সাফল্য কামনা করেছেন।
কলারোয়া থানার ওসিকে ‘ছন্দে-ছড়ায় বঙ্গবন্ধু’ বই উপহার দিলেন সাংবাদিক মিকাঈল
আবারো জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তার পুরষ্কার পেলেন কলারোয়া থানার ওসি বিপ্লব
প্রত্যাশা আর প্রাপ্তির এক বছরে কলারোয়ার ওসি বিপ্লবের ঈর্ষান্বিয় সাফল্য
‘নির্বিঘ্নে ঈদ উৎসবে আইন-শৃঙ্খলা স্বাভাবিক’ : কলারোয়ার ওসি বিপ্লব
এসপি’র পক্ষে কলারোয়ায় শিক্ষার্থীদের হাতে রুটিন কার্ড তুলে দিলেন ওসি বিপ্লব
আবারো জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তার পুরষ্কার পেলেন কলারোয়া থানার ওসি বিপ্লব
জেলার শ্রেষ্ঠ কলারোয়া থানা, শ্রেষ্ঠ ওসি বিপ্লব, শ্রেষ্ঠ অফিসার পিন্টুসহ ৪এসআই
কলারোয়ায় গ্রাম পুলিশদের আইনশৃংখলা বিষয়ে দিকনির্দেশনা দিলেন ওসি বিপ্লব
কলারোয়ায় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ফুলেল শুভেচ্ছা ওসি বিপ্লব দেবনাথের
স্বীকৃতির অনুপ্রেরণা ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ কলারোয়া গড়ার সহায়ক : ওসি বিপ্লব
মহাত্মা গান্ধি স্বর্ণ পদকে ভূষিত হলেন কলারোয়া থানার ওসি বিপ্লব দেবনাথ
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন