বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যে কারণে মেসির খেলা ছন্দহীন

বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না: মেসি

রাশিয়া বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাঠের উত্তেজনার পাশাপাশি চলছে সমর্থকদের তর্ক-বিতর্ক আর সমালোচনা। পয়েন্ট টেবিলেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ড্র আর হারের মধ্য দিয়ে সমর্থকদের হতাশ করেছে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। তাদের দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। অন্যদিকে, নিজেকে মেলে ধরতে পারেননি বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

শেষ ষোলোয় যেতে তাদের অবশ্যই নাইজেরিয়াকে হারাতে হবে।অবশ্য এ জিতটাই সব নয়, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকে। তবে এখনই আশা ছেড়ে দিচ্ছেন না মেসি।

এদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের টিকে থাকার লড়াইয়ে দল বাছাই করবেন মেসিরা। দলের ওপর কোচ হোর্হে সাম্পাওলির কোন নিয়ন্ত্রন থাকবে না ওই ম্যাচে। আর তাই মেসির ওপর এমনিতেই দায়িত্ব চলে আসে। ডেইল মেইলের খবর অনুযায়ী, আর্জেন্টিনা দলে নাকি এরই মধ্যে গতি এসে গেছে।

এসবের মাঝেই রবিবার ৩০ পেরিয়ে ৩১ বছরে পা দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর নিজের জন্মদিনেই জানালেন বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না। এই কথা থেকেই অনেক কিছু বোঝা যায়। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কেমন তা এটা থেকেই বুঝে নেওয়ার কথা। আমার জন্যও তাই। বিশ্বকাপ জেতার স্বপ্ন আমার মধ্যে সবসময়ই ছিল। শিরোপাটা জয়ের অনুভূতি কেমন আমি তা ছুঁয়ে দেখতে চাই।’

বিশ্বকাপের ট্রফি জিতেছেন এমন স্বপ্ন দেখেন জানিয়ে মেসি বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এমন এক মুহূর্তের কথা ভাবলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। বিশ্বকাপ জয়ের উন্মাদনা কয়েক কোটি আর্জেন্টিনার মানুষকে আনন্দে ভাসাবে। সুতরাং আমি ওই স্বপ্নটা ছুড়ে ফেলতে চাই না।’

যে কারণে মেসির খেলা ছন্দহীন

ক্রিশ্চিয়ানো রোনালদো তো একাই বিশ্বকাপকে রাঙিয়ে দিয়েছেন, ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারও গোল পেয়েছেন। কিন্তু লিওনেল মেসি দুই ম্যাচ শেষে এখনো নিষ্প্রভ। এখনো গোলের দেখাও পাননি। তবে শুধু গোল দিয়েই নয়, মাঠে মেসির সার্বির পারফরম্যান্স নিয়েই চলছে কাঁটাছেড়া। কেউ এর পুরো দায় দিয়েছেন মেসিকে, আবার কেউ দোষ দিচ্ছেন তার সতীর্থদের। আর্জেন্টিনার কোচ তোই সরাসরিই বলে দিয়েছেন, মেসিকে ঘিরে পরিকল্পনায় খাপ খাওয়াতে পারছে না দলের বাকি খেলোয়াড়েরা।

বিবিসির ক্রীড়া সাংবাদিকরা মেসির এ ছন্দহীনতার পেছনে দায়ী করেছেন চোটকে। ডান-পায়ের ঊরুর মাংসপেশিতে সামান্য চোট রয়েছে মেসির। যে কারণেই তার দৌড়ানো ও গতি পরিবর্তন করতে কিছুটা সমস্যা হচ্ছে। তাছাড়া কোচের কথারও সত্যতা আছে। সেটা আর্জেন্টিনার ম্যাচ দুটি দেখলেই বোঝা যাবে। বিশ্বকাপে দলগতভাবেই খারাপ খেলছে আর্জেন্টিনা। বাছাইপর্বেই একই অবস্থা ছিল। সতীর্থদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাচ্ছেন না মেসি।

ক্রিশ্চিয়ানো রোনালদো না মেসি-কে সেরা এ নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, সেরা হিসেবে দু’জনের একজনকে বেছে নিতে রীতিমতো গবেষণায় বসতে হত। কিন্তু বিশ্বকাপে রোনালদো নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এটার জন্যও চাপে আছেন মেসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!