কলারোয়ায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
ধর্মান্ধতার মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বিপথগামীরা : ডিআইজি
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এসএম মনির-উজ-জামান (বিপিএম, পিপিএম) বলেছেন, ‘৭১’র নৃশংসতাকে হার মানিয়েছে বিগত সময়ে জামায়াত-শিবিরের তান্ডব-হত্যাযজ্ঞ। শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে ধর্মান্ধতার মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বিপথগামীরা। আগে ঘর তারপরে পর। মাদক ও জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে আমাদের পরিবার থেকে সচেতন হতে হবে।’
শনিবার দুপুরের দিকে সাতক্ষীরার কলারোয়ায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ শীর্ষক স্লোগানে স্থানীয় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসএম মনির-উজ-জামান এসময় বলেন, ‘আমরা বীরের জাতি, মাত্র নয় মাসে আমরা আমাদের দেশকে শত্রুমুক্ত করেছিলাম। সেই আমরা কেন নয় মাসে মাদক ও জঙ্গি মুক্ত করতে পারবো না? আমরা যত দ্রুত দেশকে এই দুই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো তত দ্রুত আমরা বিশ্ব দরবারে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠা পাবো। তখন আমাদের সন্তানেরা কাজের জন্য আর বিদেশ যাবেনা বরং বিদেশিরা কাজের জন্য আমাদের দেশে আসবে।’
ডিআইজি মনির-উজ-জামান বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত কোন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুলিশ কেউই রেহাই পাবে না। পুলিশ ও জনতা এক হয়ে মাদক ও জঙ্গি বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।’ আর এ কাজে আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের পুলিশের কাছে আত্মসমর্পন করারও আহবান জানান।
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সচেতনতা ও আন্দোলনের মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল ও মাদক মুক্ত করতে হবে। বিভিন্ন সভা-সমাবেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা ও পাড়ায়-মহাল্লায় জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা করতে হবে। একই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহিৃত করে তাদের ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।’
পুলিশের খুলনা বিভাগের এ কর্ণধর আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়িয়েছে ঠিক তখন এ দেশের শত্রুরা বাঁধাগ্রস্থ করতে দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে চলেছে। এই সন্ত্রাসীদের কঠোর ভাবে দমন করার জন্য পুলিশকে সহযোগিতা করতে জনসাধারণকে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘বাবা-মায়েরা পারেন তার সন্তানকে সঠিক ভাবে পরিচালনা করতে। বাবা-মায়েদের খোঁজ নিতে হবে তার কোমলমতি সন্তান কোথায় কার সাথে মিশছে, কার সাথে বন্ধুত্ব করছে।’ সেকারণে তিনি মায়েদের স্টার জলসা আর জি বাংলায় ডুবে না থেকে সন্তানের সাথে বন্ধুত্ব স্থাপনের কথা বলেন।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন সমাবেশের সভাপতি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন।
কলারোয়া থানা পুলিশ আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম), সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা আ.লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জোৎসনা আরা খাতুন,
কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, কলারোয়া থানা মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ছাত্র সাদিউর রহমান ও বঙ্গবন্ধু মহিলা কলেজের ছাত্রী আছসা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। গীতা পাঠ করেন নিত্য গোপাল রায়।
এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এসআই রফিকুল ইসলাম ও অমিত কুমার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অসিম চক্রবর্তী।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) আতিকুল হক, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাউদ্দিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা, তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়েদুল হক, আশাশুনি থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও হাজারো সুধিজন।
সমাবশে খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান (বিপিএম, পিপিএম)’র আহবানে সাড়া দিয়ে কলারোয়া থানায় উপস্থিত হয়ে উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে জুলফিকার আলী ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভাল পথে ফিরে আসার অঙ্গিকার করেন বলে জানা গেছে।
এর আগে ডিআইজি এসএম মনির-উজ-জামান (বিপিএম, পিপিএম)’র নেতৃত্বে মাদক ও জঙ্গিবাদ বিরোধী একটি র্যালী বের হয়।
সন্ধ্যায় এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন