সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খুঁটি আছে বিদ্যুৎ নেই : ভোগান্তিতে কলারোয়ার ছোট ছলিমপুর বাসিন্দারা

বর্তমান সরকার যখন বিনা খরচে ঘরেঘরে বিদ্যুৎ দেয়ার দৃঢ়প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে তখন বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে বিপুল পরিমান টাকা নেয়ার অভিযোগ উঠেছে। তবু খুটি আছে, বৈদ্যুতিক তার নেই, তার টাঙানো হলেও বিদ্যুৎ নেই-এমনই অবস্থা বিরাজ করছে।

এমনই অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলার দেয়াড়ার ছোটছলিপুর ও তৎসম এলাকা থেকে।

এলাকার অনেকে অভিযোগ করে জানান- কিছু বৈদ্যুতিক খুটি পুঁতে রাখা হয়েছে আবার কিছু মাটিতে ফেলে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আবার কিছু এলাকায় ধীরগতিতে কাজ করে এলাকার মানুষের সাথে তালবাহানার অভিযোগ উঠেছে সেখানে। সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন খরচের বরাত দিয়ে ২০ হাজার টাকা অর্থ বানিজ্যও হয়েছে বলে অভিযোগ করেন তারা। একাধিকবার বলেও কাজ হচ্ছে না দীর্ঘ ২-৩মাস ধরে।

পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক ও অত্র এলাকার বাসিন্দা মিনহাজ উদ্দীনকে জানালে, খুব দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে সান্তনা দিয়েছেন বলে জানান স্থানীয়রা। কিন্তূ সেই অন্ধকারে ভোগান্তি পোহাতে হচ্ছে মাসের পর মাস।

অভিযোগের সুরে উপজেলার ছলিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ও অন্যান্যরা বলেন- ছোট ছলিমপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার নিমিত্তে খরচ দেখিয়ে স্থানীয় গভীর নলকূপ/বা ডিপটয়েলের বিদ্যুৎ প্রত্যাশী /গ্রাহক আলতাফ হোসেনের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থ বানিজ্য করেন মিনহাজ উদ্দীন। সাতক্ষীরা ঝাউডাঙ্গা জোনাল অফিস কতৃপক্ষের ০১৭৬৯৪০১৮১১ নাম্বারে টাকা নেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন- বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য অর্থ বানিজ্যের কোন নিয়ম নেই।

এবিষয়ে অত্র এলাকা পরিচালক মিনহাজ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে ইউনিয়নের সকল যায়গায় কাজ শেষ হবে এবং বিদ্যুৎতের আলো দেখতে পাবে এলাকার বাসিন্দারা। তবে কোন টাকা নেওয়া হয়নি। কে টাকা নিয়েছে আমি জানি না। তবে আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান ইটভাটা মালিক ও বিদ্যুৎতের অত্র এলাকার পরিচালক মিনহাজ উদ্দীন।

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের খতিয়ে দেখতে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের আশা করছেন ভুক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা