শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শেষ পর্যন্ত এফডিসিতে তৈরি হচ্ছে নতুন মসজিদ

প্রায় এক বছর ঝুলে থাকার পর গতকাল বৃহস্পতিবার এফডিসিতে নতুন মসজিদ নির্মাণের অনুমতি পেয়েছে থার্মেক্স গ্রুপ। নিজেদের অর্থায়নেই তারা এই মসজিদটি গড়ে দিচ্ছে। পুরোনো মসজিদের জায়গাতেই এটি করা হচ্ছে।

থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার ঘনিষ্ঠজন অভিনেতা সনি রহমান জানান, এই মসজিদ তৈরির জন্য এফিডিসি বা সরকারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। কাদির মোল্লার অর্থায়নেই এর কাজ শুরু হবে আগামী মাসে। সনি আরো জানান, ‘কাদের মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন।’

সনি আরো বলেন, ‘আমি বিষয়টি নিয়ে অনেক লজ্জার মধ্যে ছিলাম। কারণ আমার বাড়ি নরসিংদী জেলায়। সে হিসেবে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নরসিংদীর আবদুল কাদির মোল্লা আমার কাছের মানুষ। এফডিসিতে মসজিদের অবস্থা ভালো নয়, যে কারণে আমি চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে একটি মসজিদের জন্য আবেদন করি এবং তিনি তা দিতে রাজি হন। দীর্ঘ প্রায় এক বছর ধরে মন্ত্রণালয়ের অনুমতি পাচ্ছিলাম না। তবে গতকাল আমাদের এফডিসি থেকে জানানো হয়, মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া গেছে। আগামী মাসে আমরা কাজটি শুরু করতে পারব।’এফডিসির এমডি আমির হোসেন মসজিদ নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘অনেকেই মনে করেছে আমি বিষয়টি নিয়ে টালবাহানা করেছি, আসলে তা নয়, আমাদের সরকারি প্রতিষ্ঠানে কেউ কিছু দান করতে চাইলে সেখানেও কিছু সীমাবদ্ধতা থাকে। নির্দিষ্ট মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করে সেখান থেকে অনুমতি নিতে হয়।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যখন মসজিদটি গড়ে দেওয়ার জন্য থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির সাহেব রাজি হন, তখন আমি নিজে উদ্যোগ নিয়ে বর্তমান মসজিদটি ভাঙ্গার কাজ শুরু করি। এত দিন একটা অস্বস্তি কাজ করছিল। ভাঙার কাজ তো শুরু করেছি, নতুনটা হবে তো? এবার মসজিদের কাজ শুরু করার অনুমতি পাওয়া গেছে। আমি শান্তি পাচ্ছি। দুই কোটি টাকা খরচ করে যে মসজিদটি নির্মাণ করা হবে তা দেখে সবার ভালো লাগবে।’

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী