সোমবার, নভেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিকালে বাংলাদেশে আসছে জাতিসংঘের প্রতিনিধি দল

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ বাংলাদেশ আসছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। দুই দিনের সফরে বিকালে ঢাকায় আসছেন তারা।

গত ১২ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ সফরের কথা জানিয়েছিলেন। তিনি জানান, সফরকালে রোহিঙ্গা সংকটের বিভিন্ন বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা রবিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বাংলাদেশে সফরের পর ৩০ এপ্রিল মিয়ানমার সফরে যাবেন প্রতিনিধি দলটি। রাখাইন রাজ্যের যেসব এলাকা থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে সেসব এলাকা পরিদর্শন করবেন তারা। মিয়ানমার সরকার এরই মধ্যে তাদেরকে রাখাইন পরিদর্শনের অনুমতি দিয়েছে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার কতটা প্রস্তুত রাখাইনে ঘুরে সে বিষয়টিও খতিয়ে দেখবে প্রতিনিধি দল।

এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধি দলের রাখাইনে পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও মিয়ানমার সেটি অগ্রাহ্য করে। এর মধ্যে জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করলেও কার্যত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরুই করেনি তারা।

এ চুক্তির পরও রাখাইনে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।মানবতাবিরোধী অপরাধের সব চিহ্ন বুলডোজারে নিশ্চিহ্ন করা হয়েছে। রাখাইনে আদর্শ বৌদ্ধ গ্রাম নির্মাণ চলমান রয়েছে বলেও খবর বেরিয়েছে। এর মধ্যেই জাতিসংঘ প্রতিনিধি দলটি রাখাইন যাচ্ছে।

গত বছরের আগস্টে বেশ কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে তারা বহু রোহিঙ্গাকে হত্যা করে ও রোহিঙ্গাদের শত শত বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়। নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী