সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফের কারাগারে খালেদা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যায়।

এর আগে, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে তার বহনকারী গাড়িবহর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ-তে এসে পৌঁছায়।

এ সময় খালেদা জিয়াকে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন। পরে তিনি হাসপাতালে ৫১২ নম্বরে যান। এরপর সেখান থেকে বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

জানা গেছে, কেবিন ব্লকের প্যাথলজি বিভাগে পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্ত নেয়া হয়। এরপর দুপুর পৌনে একটার দিকে তাকে শারীরিক পরীক্ষা করতে রেডিওলজি ও ইমেজিং বিভাগে নেয়া হয়। এখানে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে নেয়া হয়।

এদিন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সময় উপস্থিত ছিলেন ডা. মামুন, ডা. শুভ, ডা. এফএম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান। খালেদা জিয়া হাসপাতাল ছাড়ার পর এক ব্রিফ্রিংয়ে একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, খালেদা জিয়ার হাড়ের বিভিন্ন অংশে এক্স-রে করা হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

রিপোর্ট পাওয়ার পর খালেদার বিষয়ে বলা যাবে : বিএসএমএমইউ পরিচালক

‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খালেদা জিয়া ভালো আছেন। তিনি হেঁটে হেঁটেই রেডিওলজি ও ইমেজিং বিভাগে গেছেন।’- সাংবাদিকদের এসব কথা জানান বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি আরো জানান, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে।

পিজি হাসপাতালে খালেদা জিয়া, ঠিকানা এখন ৫১২নং কেবিন

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী