সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু, সক্রিয় ভেজাল মধু ব্যবসায়ীরা

প্রতি বছরের ন্যায় সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। রবিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় বন সংরক্ষক সিএফ আমির হুসাইন।

খুলনা বন সংরক্ষক (পশ্চিম) ডি এফ ও বশিরুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মহসনি উল মুলক ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরার সহকারী বন রক্ষক এসিএফ রফিক আহম্মেদ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাফর আহম্মেদ।

উল্লেখ্য, চলতি বছর সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের লক্ষ্য মাত্রা ১হাজার ৫০ কুইন্টাল এবং মোম ৫৬৫ কুইন্টাল নির্ধারিত হয়েছে। প্রতি কুইন্টাল মধুর জন্য ৭৫০ টাকা এবং মোম ১ হাজার টাকা রাজস্ব নির্ধারিত হয়েছে। ১টি নৌকায় সর্বোচ্চ ৮জন মৌয়াল অবস্থান করতে পারবেন। ১জন মৌয়াল ১৪ দিনে নুন্যতম ৫০ কেজি মধু আহরণ করতে পারবেন।

খুলনা বন সংরক্ষক (পশ্চিম) ডিএফও বশিরুল আল মামুন জানান, মধু আহরনের সময় মৌয়ালদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সুন্দরবনে মৌয়ালরা মধু আহরণ করবেন। সঠিকভাবে মধু আহরনের জন্য মৌয়ালদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক মৌয়াল অংশ গ্রহন করেন।

মধু আহরণ মৌসুম চলাকালীন সময় অন্যান্য বনজীবিদের সুন্দরবনে প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন স্থানীয় মৌয়ালরা। তাদের ধারণা ওই সময়ে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি নিয়ে মৌয়ালরা চোরাই ভাবে মধু আহরণ করে। সেক্ষেত্রে প্রকৃত মৌয়ালরা বঞ্চিত হয়। অপর দিকে রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। তাছাড়া পাশ্ববর্তী ভারতীয় অংশে সুন্দরবনে মধু আহরণের সময় অন্যান্য বনজীবিদের প্রবেশের অনুমতি বন্ধ থাকে।

মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণ নির্বিঘ্নে সম্পন্ন করতে বনদস্যুর হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবী জানিয়েছেন। ইতিমধ্যে কতিপয় বনদস্যু বাহিনী মধু আহরণের জন্য মৌয়ালদের কাছে নৌকা প্রতি ১০ হাজার টাকা চাঁদা দাবী করেছে একটি সূত্র নিশ্চিত করেছে।

অন্য একটি মাধ্যমে জানা যায়, মধু আহরণের মাসকে কেন্দ্র করে উপকূলীয় ভেজাল মধু ব্যবসায়ীরা কোমর বেধে নেমেছে। ওই চিহ্নিত চক্রটি প্রশাসনকে ম্যানেজ করে চিনি জালিয়ে ভারত থেকে আনিত কৃত্রিম সুগন্ধি মিশিয়ে ভেজাল মধু তৈরী করে স্থানীয় বাজার সারা দেশে সরবরাহ করে। এতে ভোক্তারা প্রতারনার স্বীকার হয়।

উল্লেখ্য, শ্যামনগ উপজেলাধীন কাশিমাড়ী, গাবুরা, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী এলাকায় চিহ্নিত ভেজাল মধু ব্যবসায়ীরা সারা বছর চিনি জ্বালিয়ে মধু তৈরী করে প্রশাসনকে ম্যানেজ কর নওয়াবেঁকী থেকে নৌকা পথে ও শ্যামনগর বাস কাউন্টার দিয়ে সারা দেশে সরবরাহ করে। উপকূলীয় চিহ্নিত ভেজাল মধু ব্যবসায়ীর মধ্যে সাইফুল্লাহ, নুর ইসলাম, বারী মোল্যা, চফেদ মোল্যা, রশিদ ওরফে চিনি রশিদ ও কামালের নাম উল্লেখ যোগ্য। নুর ইসলাম চিনি জ্বালিয়ে ভেজাল মধুর ব্যবসা করে ইতোমধ্যে কোটিপতি বনে গেছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী