সাতক্ষীরায় চলতি মৌসুমে ৫৭০হেক্টর জমিতে পান চাষ
সাতক্ষীরায় পানের বাজার গুলিতে পানের গায়ে যেন আগুন,প্রতি পোন পান বিত্রুি হচ্ছে দুই থেকে আড়াইশত টাকা দরে। তবে নতুন পান ওঠা শুরু হয়েছে দাম আস্তে আস্তে কমতে থাকবে বলে ধারনা করেছে খুজরা পান বিত্রিুতারা। বর্তমানে পান চাষে
উৎপাদন খরচের তুলনায় অধিক দাম পাওয়াতে এ পেশাতে ঝুঁকছে পান চাষীরা। পান চাষ করে অনেকের ভাগ্য বদল হয়েছে। পান চাষে নিবিড় পরিচর্যা করাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষিত বেকার যুবকেরা এ পেশায় ঝুকে পড়েছে। তাছাড়া এ জেলার পানের কদর সারা দেশে। এ জেলার উৎপাদিত পানের ৭০ শতাংশই রপ্তানি হয়ে থাকে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে। প্রচন্ড শীত ও কুয়াশার কারণে পানের কিছু ক্ষতির কারনে পানের দাম বেশি হলেও বর্তমানে জেলার বাজারে নতুন পান উঠতে শুরু করেছে। দামও বেশ বেশি থাকায় খুশি পান চাষীরা। চলতি বছর জেলায় ৫৭০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। অনাবাদি জমিতে পানের চাষ হওয়াতে উৎপাদন খরচ অনেকটা কম। জেলার পানের ৮০ শতাংশই উৎপাদিত হয় তালা উপজেলা থেকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় পানের চাষ হয়েছে ৫৭০ হেক্টর জমিতে। সদরে আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে, কলারোয়ায় ৩০ হেক্টর, তালায় ৪২০ হেক্টর, দেবহাটায় ৫ হেক্টর, কালিগঞ্জে ৩০ হেক্টর এবং আশাশুনিতে আবাদ হয়েছে ৩৫ হেক্টর জমিতে। বাজারে নতুন পান উঠায় দাম কমতে শুরু করেছে।
পাটকেলঘাটার খলিষখালি ইউনিয়নের মঙ্গলানন্দকাটী গ্রামের আবু তালেবের ছোট ছেলে আবু জাহিদের সাথে কথা হলে সে জানায়, মাদ্রাসা থেকে ফাযিল পাশ করার পর চাকরি খুঁজতে শুরু করে। অভাবের সংসারে হাল ধরতে হয় এসময় তাকে। তাই সংসার চালাতে উপার্জনের পথ খুঁজতে হয়। তাছাড়া চাকরিতে যে পরিমাণ ডোনেশান দিতে হবে সে পুঁজিও তার ছিল না। হতাশ না হয়ে জীবন যুদ্ধকে জয় করার প্রবল বাসনা নিয়ে যাত্রা শুরু করে। এক বন্ধুর পরামর্শে কৃষিতে ডিপ্লোমা কোর্স করার সিদ্ধান্ত নেয়। ডিপ্লোমা শেষ করে অল্প পুঁজি নিয়ে পান চাষ শুরু করে। মাত্র ১০ শতক জমির উপর ২০০৮ সালে তার প্রথম পান চাষের যাত্রা। গ্রাম্য পান চাষীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০ হাজার বিনিয়োগ করে। ছয় মাসের মধ্যে পানে সফলতা ফিরে আসে। বর্তমানে তার ক্ষেতে কয়েকজন শ্রমিক। আর নিজে সারা বছরই তার পান ক্ষেত পরিচর্যা করেন। সে জানায়, পান চাষ করেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। অভাব-অনটনের সংসারে আজ সে মোটামুটি সুখি। পিছে ফিরে তাকে আর তাকাতে হয়নি।
তালা উপজেলার ইসলামকাটি গ্রামের পানচাষী দ্বীনবন্ধ কুমার জানান, চলতি মৌসুমে আট বিঘা জমির ওপর একটি বরজে পান চাষ করেছেন। এবার তার বরজে পানের ফলন খুবই ভালো হয়েছে। বাজারে পানের দামও ভালো পাওয়া যাচ্ছে। প্রতি কাউন (১২৮০টি) পানের বাজারদর হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। এবার আট বিঘা জমিতে পান চাষ করে উৎপাদন খরচ বাদে কয়েক লাখ টাকার মত লাভ করতে পারবেন বলে আশা করছেন তিনি।
প্রতি সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার স্থানীয় পাটকেলঘাটা বাজারে পান বিক্রি হয়। জেলার পাইকারী ব্যবসায়ীরা এ বাজার থেকে পান ক্রয় করে বিভিন্ন বাজারে বিক্রয়া করে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা এখানকার পান ক্রয় করেন। এজেলাতে যত পান হয় তার ৮০ ভাগই শুধু তালা উপজেলাতে। তালা উপজেলার পান চাষীদের এবার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলে যেখানে বিগত দিনগুলোতে ধান, পাট, গম, আখ ইত্যাদি চাষাবাদ করা হতো বর্তমানে সেখানে অধিকাংশ জমিতে পানের বরজ গড়ে উঠেছে। জানতে চাইলে কয়েকজন পান চাষী ও ব্যবসায়ী জানান, অন্য ফসলের তুলনায় পান চাষ অধিক লাহবান হওয়ায় তারা এ চাষকে প্রাধান্য দিয়েছে।
উপজেলার রহিমাবাদ, মোবারকপুর, খাজরা, হরিশচন্দ্রকাটী, মাছিয়াড়া, চরগ্রাম, মাগুরা, খলিশখালী, মঙ্গলানন্দকাটী, দুধলাই, বারুইপাড়াসহ বিভিন্ন এলাকাতে পান চাষ বৃদ্ধি পাচেচ্ছ।
পান চাষে মুল উপাদান খৈল। বাজারে খৈলের দাম অনেক বেশী হওয়াতে চাষীরা খৈল কিনতে হিমশীম খাচ্ছে। তাদের দাবি পানচাষে সরকারি সহায়তা পেলে এবং পান চাষের সামগ্রীর দাম কমলে কেকার যুবকেরা পান চাষ করে স্বাবলম্বী হবে। এতে বেকারত্ব ঘুচবে ও স্বচ্ছল হবে অর্থনীতির চাকা। জেলা খামার বাড়ির উপ-পরিচালক আব্দুল মানান জানান, কৃষকদের পান চাষে উদ্বুদ্ধ করতে মাঠ কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। পান চাষীরা পরামর্শ চাইলে খামার বাড়ির পক্ষ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পানের রোগ বালাই দমনে চাষীদের সহযোগীতা করা হচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন