বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলো বীর পাইলট পৃথুলা

রাজধানী ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিস্ত করা হয়েছে সেই “ডটার অব বাংলাদেশ ” খ্যাত দেশ বরেন্য বীর কো-পাইলট কলারোয়ার ইলিশপুরের মেয়ে পৃথুলা রশিদ।

গত ১২ মার্চ সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারি পাইলট ছিলেন পৃথুলা রশিদ। বেঁচে আসা নেপালি যাত্রীরা জানিয়েছিলেন- ১০ জন নেপালি যাত্রীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিরাপদে সরিয়ে নেন তিনি। তাদের বাঁচানোর চেষ্টা করতে করতেই মর্মান্তিক মৃত্যু হয় পৃথুলা রশিদের।
এজন্য নেপাল ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই বীর নারীকে ‘ডটার অব বাংলাদেশ’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার তাঁর মরদেহ নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে আর্মি স্টেডিয়াম ও শ্যামলীতে পৃথক নামাজে জানাজা শেষে মরহুমা পৃথুলা রশিদকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে চাচাতো দাদা মৃত্যু আব্দুল মজিদ মোল্যার পরিবার তথা পৃথুলার চাচা মো: শহিদুল ইসলাম আলাল জানান- পৃথুলার দাদা মৃত্যু আব্দুর রশিদ পূর্ব পাকিস্তান এবং দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর সংসদের ত্রান মন্ত্রী মাগুরার সোহরাব হোসেনের পিএস ছিলেন। সেই সুবাদে পৃথুলার বাবা আনিসুর রশিদ কাজল ঢাকার পীরেরবাগে বড় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স মাষ্টার্স করে রাশিয়া থেকে পিএইচডি ডিগ্রী লাভ করে বিভিন্ন দেশে চাকুরী করেছেন।
পৃথুলার মা আফরোজা বেবী মানিকগঞ্জের মেয়ে। শিক্ষা জীবনে ঢাকাবিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স মাষ্টার্স করে বর্তমানে আশা এনজিও’র সহকারী পরিচালক হিসাবে নিয়োজিত আছেন। পৃথুলা রশিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পিতা-মাতা সহ স্বজনেরা। খুব শীঘ্রই ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসার কথা ছিল তার। কথা ছিলো আসছে আমের মৌসুমে বাড়িতে এসে আম খাবে।

এরই মাঝে চিরনিদ্রায় শায়িত হলো মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে।

উল্লেখ্য, লন্ডন গ্রেজ এন্টার ন্যাশন্যাল থেকে ও এবং এ লেবেল অর্জনকারী ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমিব্যাং এভিয়েশন থেকে উড্ডয়ন ডিগ্রি নিয়ে ২০১৬ সালের জুলাইয়ে সহকারি পাইলট হিসাবে ইউএস বাংলা এয়ার লাইন্সে যোগদান করেছিলেন। এ বীর পাইলটকে হারানো বাংলাদেশের জন্য এক অপুরনীয় ক্ষতি।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী