মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘সকলের কাজের জবাবদিহিতা থাকতে হবে’ : কলারোয়ায় নবাগত ডিসি ইফতেখার হোসেন

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন- ‘আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা তথা কলারোয়াকে শান্তির জনপদে পরিনত করতে হবে। কলারোয়ার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের পথ বের করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহসহ সমাজের সকল খারাপ কাজ থেকে মানুষকে মুক্ত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে।’

বুধবার সকালে কলারোয়ার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুধিজন ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক এ কথা বলেন।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের শীর্ষ এ কর্ণধর আরো বলেন- ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সকলের কাজের জবাবদিহি থাকতে হবে। এ ব্যাপারে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না।’

যে কোন সমস্যা স্থানীয়ভাবে সমাধান না হলে তাঁকে অবহিত করতে আহ্বান জানান বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, আলহাজ্ব অধ্যক্ষ ইউনুস আলী, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক সম মোর্শেদ আলী, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা স.ম মোরশেদ আলি, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দার, সরদার জিল্লুর রহমান, কামরুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সনাতন ধর্মীয় নেতা মনোরঞ্জন সাহা, সন্তোষ পাল, হরেন্দ্রনাথ রায়, শিল্পী শিলা রাণী হালদার, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল প্রমুখ।

সভায় সকল দপ্তরের কার্যক্রম তরান্বিত ও আলোচনার মাধ্যমে বাল্য বিবাহ, মাদক, যৌতুক, সড়ক মেরামত, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী করাসহ উপজেলার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ বালু উত্তেলন, মাটি কাটা, গাছ কাটা, যত্রতত্র মটর গাড়ী পার্কিং, কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তায় বালু ভতি ট্রাক রাখা বন্ধ, নতুন বেত্রবতী ব্রীজ তৈরী করার পরিকল্পনা, রাস্তায় যানজট মুক্ত রাখা, উপজেলা স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে চেষ্টা করা, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, কমিউনিটি ক্লিনিক গুলোর সেবার মান বাড়িয়ে দেয়া এবং বিভিন্ন দপ্তরে দায়িত্ব অবহেলাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা