রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

হামলাকারীকে গণপিটুনি (ভিডিও)

শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে বসা ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় পেছন দিক থেকে এক যুবক এসে তার ঘাড়ে ছুরিকাঘাত করে।

এছাড়া এ ঘটনায় ইব্রাহিম নামে পুলিশের এক কনস্টেবলও ছুরিকাহত হন।

শঙ্কামুক্ত জাফর ইকবাল

ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মুরশেদ আহমেদ। শনিবার রাত ৯টার দিকে অধ্যাপক জাফর ইকবালের অস্ত্রোপচার শেষে তিনি সাংবাদিকের এ কথা জানান।

তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে বলে জানান তিনি। শনিবার রাত ৯ টা ৫০ মিনিটে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে উড়ে গেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেন, অধ্যাপক জাফর ইকবালের মাথার উপরিভাগের বাম দিকে, বাম হাত ও পিঠে আঘাত করা হয়েছে। মাথার আঘাত গুরুতর। তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার জানান, মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবলের মাথায় আঘাত করা হয়। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তা এখনও নিশ্চিত করা যায়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে সিএমএইচে জাফর ইকবাল

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ড. মুহম্মদ জাফর ইকবাল সিএমএইচে আনার ব্যবস্থা করা হয়।
এর আগে শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন ড. জাফর ইকবাল।

অপারেশন থিয়েটারে জাফর ইকবাল
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
সন্ধ্যা সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। হাসপাতালে উপস্থিত শাবিপ্রবি’র শিক্ষক ও সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক।
এ ঘটনায় হামলাকারী যুবককে সঙ্গে সঙ্গে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হামলাকারীর অবস্থা আশঙ্কাজনক

লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা অাশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের মঞ্চে বসে ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হন। পরে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবক মঞ্চে বসে থাকা ড. জাফর ইকবালকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এতে মাথার পেছনে গুরুতর জখম হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় হামলাকারীকে আটক করে শিক্ষার্থীরা বেধড়ক পেটাতে থাকে। পরে ওই হামলাকারীকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হাতে স্বপর্দ করা হয়। তবে বেধড়ক পিটুনিতে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জাফর ইকবালের উপর হামলায় আমরা উদ্বিগ্ন : শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাফর ইকবালকে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাফর ইকবালের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন, ক্ষুব্ধ।’
মন্ত্রী বলেন, ‘যে বা যারা এই হামলার পেছনে জড়িত, তাদের গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ কাজ শুরু করে দিয়েছে।’

‘জাফর ইকবালের ওপর হামলা আরেকটা চক্রান্ত’

লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘটনার নিন্দা জানান।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এটা তাদেরই চক্রান্ত।’
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘তার (অধ্যাপক জাফর ইকবাল) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা কখনোই এই ধরনের সন্ত্রাসের পক্ষে নই।’
প্রসঙ্গত, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন ড. জাফর ইকবাল। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হচ্ছে। ওই ঘটনায় হামলাকারী যুবককে আটক করা হয়েছে। তবে তার কোনও পরিচয় এখনো জানা যায়নি।

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বি‌ক্ষোভ র‌বিবার

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগে তারা মশাল মিছিল বের করে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, শ্রাবণ প্রকাশনীর সত্বাধিকারী রবিন আহসান, স্বৈরাচার বি‌রোধী ছাত্র‌নেতা আকরামুল হকসহ বি‌ভিন্ন বাম ছাত্র সংগঠ‌নের নেতাকর্মীরা মশাল মিছিলে উপস্থিত ছিলেন।
মশাল মিছিল শেষে র‌বিবার বিকাল ৪টায় বি‌ক্ষোভ সমা‌বে‌শের ডাক দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
এর আগে বিকেলে থেকেই শাহবাগ গণজাগরণ মঞ্চ চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।
এর আগে শনিবার সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের অনুষ্ঠানে অংশ নিতে গেলে সেখানে দুর্বৃত্তরা ড. জাফর ইকবালের মাথার পিছনের অংশে ছুরিকাঘাত করে।
এরপর তাকে জ্ঞানহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে গণপিটুনি (ভিডিও)

হামলাকারীকে আটক করে শিক্ষার্থীরা বেধড়ক পেটাতে থাকে। পরে ওই হামলাকারীকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হাতে স্বপর্দ করা হয়। তবে বেধড়ক পিটুনিতে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জাগো নিউজের সৌজন্যে দেখুন সেই ভিডিও-

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী