বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার চন্দনপুর, দেয়াড়া, হঠাৎগঞ্জ ও জয়নগরে শহীদ দিবস পালন

কলারোয়ার চন্দনপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তরজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ইউনিয়নের গয়ড়া বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পূস্প্যমাল্য অর্পণ করেন।

চন্দনপুর ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, চন্দনপুর হাইস্কুল, আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ, শ্রমিক লীগ, বলাকা সংঘ, গয়ড়া বাজার কমিটি, ফ্রেন্ডস সার্কেল-২০০৪, ফ্রেন্ডস্ সার্কেল-১২, ৪নং ওয়ার্ড গয়ড়া আওয়ামীলীগ, ৩নং ওয়ার্ড চন্দনপুর আওয়ামীলীগ, চন্দনপুর প্রাইমারি স্কুল, চন্দনপুর দাখিল মাদ্রাসা, রামভদ্রপুর প্রাইমারি স্কুল, গয়ড়া বাজার হাফিজিয়া মাদ্রাসাসহ ব্যক্তি পর্যায়ে পুষ্পমাল্য অর্পন করে।

এছাড়া বুধবার সকালের প্রহরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিকে, ২১ ফেব্রুয়ারী সকাল ৭টার দিকে চন্দনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে চন্দনপুর দাখিল মাদ্রাসার সভাপতি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও মাদ্রাসা সুপারের উপস্থিতিতে হ্যান্ড মাইকে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের পুরাটা অবিকল শুনিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন চন্দনপুর দাখিল মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র ইসমাইল হোসেন। সে চন্দনপুর গ্রামের শাহাদৎ মহুরির দৌহিত্র।

হঠাৎগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯টার দিকে উপজেলার হঠাৎগঞ্জ হাইস্কুল, হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক স্কুল, হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা, হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে স্কুল সমূহ একত্রে একটি র‍্যালী বের করে। র‌্যালীটি হঠাৎগঞ্জ থেকে শুরু হয়ে বালিয়াডাঙ্গা বাজার শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
এরপর সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, হঠাৎগঞ্জ হাইস্কুলের সভাপতি ভুট্টোলাল গাইন, হঠাৎগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র পালসহ অন্যরা একে একে পুষ্পমাল্য অর্পন করেন।

দেয়াড়ায় মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি বুধবার রাত ১২টা ১মিনিটে খোরদো হাইস্কুল মাঠস্থ শহীদ মিনারে খোরদো পুলিশ ক্যাম্পের আই.সি সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বুধবার ভোরে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যবসায়ী, তাঁতী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সৈনিকলীগসহ অন্যরা পুষ্পমাল্য অর্পণ করেন।
পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেখানে।

জয়নগরে ইউনিয়ন ছাত্রলীগের পুস্পমাল্য অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ১নং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে প্রভাত ফেরী বের করে। সেটি সরসকাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরসকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্প মাল্য অর্পণ করেন। সকাল ৯টার দিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইবাদ মোড়লের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আাব্দুস সালাম, ইউনিয়ন ছাত্রলীগের সহ.সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা জনি, ইমন, রাসেল, শোহান, সবুজ, সুমন, রকসি প্রমুখ।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকাতেও অনুরূপভাবে দিবসটি যথাযোগ্য ভাবে পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা