মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

একুশের প্রথম প্রহরে কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে পূষ্পার্ঘ অর্পন

একুশের প্রথম প্রহরে কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে পূষ্পার্ঘ অর্পন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারী (বুধবার) রাত ১২টা ১মিনিটে পাইলট হাইস্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে প্রাণের মাতৃ ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো কলারোয়াবাসী। শোককে শক্তিতে পরিণত করে বাংলা ভাষার যোদ্ধাদের জন্য মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিশ্ছদ্র নিরাপত্তায় কলারোয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, কলারোয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের অন্যান্য সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে একে একে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব,  ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল,

পুষ্পমাল্য অর্পনের আগমুহুর্তের ছবি।

আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, আ.লীগ নেতা অধ্যাপক এমএ কালাম, ভূট্টোলাল গাইন, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, জেলা জাপার যুগ্ম সম্পাদক এম মুনসুর আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানসহ অনেকে তাদের স্ব-স্ব সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের প্রত্যক্ষ সহযোগিতায় পুষ্পমাল্য অর্পন পর্বটি সঞ্চালনা করেন থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জিয়াউর রহমান জিয়া।

এদিকে, শহীদ মিনার বেদি কোনরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করার ফলে বেদি ও শহীদ মিনার স্তম্ভের গোড়ায় ধুলোবালির আধিক্যতার বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় অনেকের মাঝে। সারা বছর প্রায়-ই অপরিষ্কার থাকলেও ২১ ফেব্রয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ বেদির স্থানটি ‘দায়সারা’ পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অনেককে ব্যথিত করেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা