বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শিমুল-রাজিব গ্রেপ্তার

ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানী ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

ঢাকার একটি বিশেষ জজ আদালত বৃহস্পতিবার জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি প্রিজন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, রাজধানীর পুরনো ঢাকার বকসি বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে আজ দুপুর আড়াইটার দিকে রায় ঘোষণার পর বেলা তিনটার দিকে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কড়া পুলিশ পাহারায় কারাগারে নেওয়া হয়।

তিনি জানান, ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে ডে-কেয়ার সেন্টার ভবনে তাকে রাখা হয়েছে।

একই মামলায় আদালত খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বয়স, তিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হবে। সাবেক প্রধানমন্ত্রী এবং একটা বড় দলের চেয়ারপার্সন হিসেবে তার যেসব সুবিধা পাওয়ার কথা তাকে তা দেয়া হবে।

এদিকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের চারদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।

বুধবার পুরনো কারাগারের আশপাশে নতুন করে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়।

খালেদার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদল সভাপতি রাজীব আহসান গ্রেপ্তার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বিএনপি নেতা এড. শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায় ঘোষনার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এদিকে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রাজীব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ বিক্ষোভ মিছিল থেকে রাজীব আহসানসহ ছাত্রদলের আরো চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বল নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী