ডিসিআরকৃত সম্পত্তি অবৈধভাবে দখল করার আশঙ্কায় সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় ভূমিদস্যু কর্তৃক অর্থের বিনিময়ে ডিসিআর কৃত সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য বিভিন্ন হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির করার অভিয়োগ উঠেছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা শহরের বাঁকাল দৌলতপুর গ্রামের জোহর আলীর ছেলে মোঃ জাকিরুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি পেশায় একজন ড্রাইভার। আমার পিতা পান ব্যবসায়ী। পিতার ক্রয়পূবক রেকর্ডকৃত জমি ভূমিদস্যু আব্দুস সুবহান জোর পূর্বক অবৈধভাবে জাল দলিল করে দখল করে নিয়ে ছিল। যা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। (মামলা নং,দেওয়ানী ২০৫/২০১৩)। একই জমির পাশে আমি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দীর্ঘ ৯ বছর যাবত বসবাস করে আসছি। ২০১৫ সালে উক্ত সম্পত্তিতে অবৈধভাবে পুকুর কেটে দখল করার চেষ্টা করে তারা। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ মোতাবেক ডিসিআরের জন্য ২০ মার্চ ২০১৭ ইং তারিখে ইজারা পাওয়ার জন্য লিখিত আবেদন করি।
পিতার ক্রয়কৃত জমি বর্তমান বসৎবাড়ির জমির সাথে সাড়ে ১১শতক জমি খাস ধরা পড়ায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কর্তৃপক্ষ ৪.৫.২০১৭ ইং তারিখে সরেজমিনে যেয়ে পলাশপোল মৌজায় জেএল নং ৯৪ এর ২০/৬৫-৬৬ নং এল এ কেসের আওতায় ৩০৯২ (আংশিক) দাগ হইতে মাত্র ০.০৯শতক জমি আমাকে সীমানা নির্ধারন করে দেয়। কিন্তু একই এলাকার আব্দুল জব্বার এর ছেলে ভূমিদস্যু আব্দুস সুবহান পূর্বের অবৈধভাবে দখলকৃত ৫ শতক জমির সাথে ইজারা চিহ্নিত জমিও দখল করে পাকা প্রাচীর করার চেষ্টা করে।
তিনি আরও বলেন আমার পিতা একই এলাকার শ্রী অলোকেশ সরকার এর কাছ থেকে ২০০৯ সালের ১ এপ্রিল এস এ ১৭১৫ দাগের খতিয়ান নং ১৭১৫/৩, হাল জরিপ ২১০৬৮, ডিপি ৪৮৬০ খতিয়ান থেকে ৫ শতক জমি ক্রয় করে। কিন্তু গত ২৮ জানুয়ারি ২০১৮ তারিখে ভূমিদস্যু আব্দুস সুবহান একই জমি ১০ ডিসেম্বর ২০১২ সালের একটি জাল দলিল দেখিয়ে জোর পূর্বক ঐ জমি দখল করে অবৈধভাবে প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এসময় আমি সদর থানাকে অবহিত করলে এস আই হাফিজের নেতৃতে¦ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। কাজ বন্ধের পর ভূমিদস্যু সোবহান আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেও নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে আমার কাগজপত্র দেখে চলে আসেন। আমরা বাড়ি না থাকায় গত ৪ ফেব্রুয়ারি এক ব্যক্তিকে পুলিশ সাজিয়ে রাত ৯টার দিকে ঐ জমিতে বাথরুম নির্মাণের চেষ্টা করে। থানাকে অবহিত করতে চাইলে তারা তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আমাদের নামে সাতক্ষীরা সদর থানায় মিথ্যা মামলা করার চেষ্টা করছে ভূমি দস্যু সুবহান।
এব্যাপারে ভূমিদস্যু সোবহানের হাত থেকে ডিসিআরকৃত সম্পত্তি ও পিতার রেকর্ডীয় সম্পত্তি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন