সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার খোরদো বাজারে ভ্রাম্যমাণ আদালতে ২জনকে কারাদণ্ড, ১জনকে জরিমানা

কলারোয়া খোরদো বাজারে দুই স্টুডিও মালিককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড এবং এক হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করেছেন।

উপজেলার খোরদো বাজারে জালিয়াতির মাধ্যমে ভোটার আইডি কার্ড তৈরী করার অভিযোগে দুই স্টুডিও মালিককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আর পঁচাবাশি খাবার রাখার অপরাধে মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের এক হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

৩০শে জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এই কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।

নিবার্হী অফিস সূত্রে জানা যায়- উপজেলার খোরদো গ্রামের মুজিবুর রহমান গাজী ছেলে খোরদো বাজারে শাহিন ডিজিটাল স্টুডিও’র মালিক শাহিন আলম (৩৯) ও উলুডাঙ্গা গ্রামের হাজী জাফর আলী গাজীর ছেলে আব্দুল কাদের (৫২) দীর্ঘদিন ধরে মানুষের ভোটার আইডি কার্ড নিয়ে নকল আইডি কার্ডে ছবি সংযুক্ত করে অরজিনাল ভোটার আইডি কার্ড তৈরী করে আসছিলেন। এমনই ঘটনার সময় ভুক্তভোগীরা উপজেলা নিবার্হী অফিসারের নিকট জানালে তৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করার জন্য ভ্রাম্যমান আদালতের একটি টিম খোরদো বাজারে স্টুডিওতে অভিযান চালায়। সেই মোতাবেক ওই দোকানে অভিযানে গিয়ে দেখা যায় আনজুয়ারা খাতুন নামের এক মহিলার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করে পুরুষ ভোটার আইডি কার্ডে সংযুক্ত করেছেন কম্পিউটারের মাধ্যমে। আর এই জালিয়াতির কাজটা করেন শাহিন ডিজিটাল স্টুডিও ও উর্মি স্টুডিও মালিকের এসএসসি পরীক্ষার্থী ছেলে। এসময় দু’ই মালিক পক্ষ উপস্থিত ছিলেন। ছেলে এসএসসি পরীক্ষার্থী ও বয়স কম হওয়ায় ছেলের অপরাধের দায়ে ট্রেড লাইনেন্সধারী দোকানের মালিক বাবা শাহিন আলম ও আব্দুল কাদেরকে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তার অধিকার আইনে ২৭৩/ দন্ডবিধি মোতাবেক প্রত্যেককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জালিয়াতির কাজে ব্যবহার করা কম্পিউটার ও হারর্ডিস্ক জব্দ করে উপজেলা নিবার্হী অফিস রুমে নেওয়া হয়।

এদিকে স্টুডিও এর পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে, একই সময়ে পঁচা বাঁশি খাবার রাখার অপরাধে খোরদো বাজারে মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক খোরদো গ্রামের বজলুর রহমানের ছেলে কামরুল ইসলামকে ৫’শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন খোরদো ক্যাম্প আই সি হাসানুজ্জামান রিপন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, থানার এসআই পিন্টু লাল দাস, হাসান শাহরীয়ার ও উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান কাওসার আলী প্রমুখ।

এছাড়া খোরদো মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা