বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার কৃতি সন্তান সরদার আনোয়ার উদ্দীন’র কানাডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

কলারোয়ার কৃতি সন্তান সরদার আনোয়ার উদ্দীন সম্প্রতি কানাডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি লাভ করেন তিনি।

সরদার আনোয়ার উদ্দীন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের সরদার আলাউদ্দীন এবং আঞ্জুয়ারা খাতুন এর প্রথম সন্তান।

কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউটশন থেকে এস.এস.সি এবং যশোরের কেশবপুর কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরদার আনোয়ার উদ্দীন খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। স্নাতক ডিগ্রি শেষ করার আগেই সরকারি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পান তিনি।

যুক্তরাষ্ট্রের উইসকনসনি অঙ্গরাজ্যের সনামধন্য লিবারেল আর্টস শিক্ষা প্রতিষ্ঠান বেলইট কলেজ থেকে সর্বোচ্চ সম্মানসহ স্নাতক ডিগ্রি নিয়ে দেশে ফিরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

দু’বছর পর আবার সরকারি বৃত্তি নিয়ে আমেরিকার লয়োলা ইউনিভার্সিটি শিকাগোতে মাস্টার্স ডিগ্রি করেন সরদার আনোয়ার উদ্দীন।

পরে দেশে ফিরে এসে যোগদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে।

এরপর আবার চলে যান কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণার জন্য।

তার গবেষণার ফলাফল ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জার্নাল ও বইয়ে প্রকাশিত হয়েছে। শিক্ষা গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন পুরষ্কারও পেয়েছেন কলারোয়া উপজেলা তথা সাতক্ষীরা জেলার এ কৃতি সন্তান। বিভিন্ন পুরষ্কারের মধ্যে উল্লেখযোগ্য কানাডিয়ান এ্যাসোসিয়েশন ফর টিচার এডুকেশন এবং আমেরিকান এডুকেশনাল স্টাডিস এ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত পুরষ্কার ও সম্মাননা।

ব্যক্তিগত জীবনে সরদার আনোয়ার উদ্দীন দুই কন্যা সন্তানের জনক। স্ত্রী ও কন্যাদের নিয়ে বর্তমানে তিনি কানাডার টরেন্টো শহরে বসবাস করছেন।

‘কলারোয়া নিউজ’কে তিনি জানান- গবেষণার পাশাপাশি তাঁর গভীর আগ্রহ রয়েছে রাজনীতিতেও। সম্প্রতি তিঁনি কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর কানাডা শাখার একজন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনীতি আগ্রহের পাশাপাশি সরদার আনোয়ার উদ্দীন গবেষণা করছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে নিয়েও।

তিনি বলেন- ‘নিজ জন্মভূমি কলারোয়া সব সময়-ই আমাকে কাছে টানে।’

জনপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে কলারোয়ার কৃতি সন্তান সরদার আনোয়ার উদ্দীনকে। কলারোয়ার জন্য তাঁর পক্ষে সম্ভব এমন কিছু করারও আহবান জানিয়েছে কলারোয়া নিউজ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী