আরো খবর...
দেবহাটা উন্নয়ন মেলা উপলক্ষ্যে ইউএনও’র প্রেসব্রিফিং
সরকারের চলমান সাফল্য তুলে ধরতে বর্ণাঢ্য উন্নয়ন মেলা ২০১৮ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় দেবহাটায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার থেকে তিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে উপজেলা মুক্তমঞ্চ চত্বর জুড়ে। এতে অংশ নিয়ে উপজেলা, ইউনিয়ন, ডিজিটাল সেন্টার, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার নানা সাফল্য বিষয়ক প্রদর্শনী তুলে ধরা হবে। যাতে কৃষি, শিল্প, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, বিনোদনসহ নানা বিষয়ে সরকারের সাফল্যের সংবাদ। প্রাণ ভরে মানুষ দেখতেও জানতে পারবে তার উপজেলার চিত্র।
এই মেলা উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ সাংবাদিদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি বলেন, দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেলার দ্বার উন্মোচন হবে। এবারের উন্নয়ন মেলা ২০১৮ এর প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’। উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত দফতর, ব্যাংক বীমা ও এনজিও প্রতিষ্ঠান ৪৯টি উন্নয়ন স্টল থাকবে। এছাড়া একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও গ্রামীম ফোন মোবাইল ফোন কোম্পানির একটি স্টল থাকবে। সবমিলে ৫১টি স্টলে স্ব স্ব প্রতিষ্ঠান তাদের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অডিও ভিডিও ব্যানার ফেস্টুন লিফলেটসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ মেলা।
নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সারা দেশের জেলা উপজেলায় এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা এবং গৌরব অর্জনের সাফল্য ও এর বাস্তবায়নে করণীয় বিষয় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরবেন। তবে এবারের মেলায় থাকবে দেশপ্রেমও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বহুমুখী ঐতিহাসিক প্রচারণা। এ ছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে থাকবে সরব প্রচার।
‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ শিরোনামে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সফলতা ও সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচার চালানো হবে। এমডিজি অর্জনে সাফল্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কার্যক্রমের প্রচার, নাগরিক সেবায় উদ্ভাবন ও ডিজিটাইজেশন বিষয়ে অডিও ভিডিও প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হবে। এই বর্ণিল আয়োজনকে বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা চেয়েছেন নির্বাহী কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, রিয়াজুল ইসলাম, আজিজুল হক আরিফ, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি কেএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, অর্থ সম্পাদক এম.এ. মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিএম নাজমুল হাসান প্রমূখ।
সখিপুরের শিক্ষক তাপস ঘোষের অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন
দেবহাটা উপজেলার সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার ঘোষের অকাল মৃত্যু বরণ করেছেন।
তিনি সোমবার রাত ৮ টার দিকে পরলোকগমন করেন। তিনি ১৯৮২ সালে সখিপুর গ্রামে জন্মগ্রহন করেন। ২০০৮ সালের ১৩ জানুয়ারী তিনি শিক্ষক হিসেবে সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। কর্মরত পহেলা ২০১৮ তারিখে হঠাৎ কোমরে ব্যাথা অনুভব হলে তাকে সাতক্ষীরায় চিকিৎসকের নিয়ে মেডিকেল চেকআপ করালে তার লিভার ও কিডনী জনিত সমস্যা ধরা পড়ে। কয়েকদিনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
মৃত্যুকালে স্ত্রী ও ১ টি পুত্রসন্তান সহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রধান শিক্ষিকা শেফালী মুখার্জী সহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী গভীর শোক প্রকাশ করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন