মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আইসিটি খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে : তথ্যমন্ত্রী

২০২১ সালের মধ্যে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি (আইসিটি) খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রফতানি সম্ভব হবে, যা জিডিপিতে ৫ শতাংশ অবদান রাখবে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদফতরের (পিআইবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী এবং বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, প্রধান তথ্য কর্মকর্তা কামরুননাহার প্রমুখ।

মন্ত্রী জানান, এবারের ডিজিটাল মেলায় অংশ নেবেন পৃথিবীর প্রথম সোশ্যাল রোবট সোফিয়া। আর ২০০৮ ও ২০১৫ সালে অস্কার বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভুত নাফিস বিন জাফর উপস্থিত থাকবেন এবং একটি সেমিনারে লেকচার দেবেন।

হাসানুল হক ইনু বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার প্রত্যয়ে ডিজিটাল ওয়ার্ল্ড খুবই প্রাসঙ্গিক। এই মেলা হবে বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শুভযাত্রা।’

তিনি আরও বলেন, ‘আগামী ৬-৯ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭। আগামী ৬ ডিসেম্বর সকালে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ মিনিস্ট্রিয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ফিলিপাইন, মালদ্বীপ, সৌদি আরব, কম্বোডিয়া ও নাইজেরিয়ার মন্ত্রীরা ওই কনফারেন্সে অংশ নেবেন।’
ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭

তিনি আরও বলেন, ‘এবারের আয়োজনে সফটওয়্যার শোকেসিং ই-গভর্নেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্ট্যার্ট আপ বাংলাদেশ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ২৯টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনার কনফারেন্স, গেমিং কনফারেন্স, আইসিটি এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এবারের মেলায় দর্শনার্থী পাঁচ লাখের বেশি হবে বলে আশা করছি।’

বেসিস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এই আয়োজনের সহযোগী হিসেবে থাকছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কোনও প্রবেশ ফি লাগবে না। এবারের আয়োজনের স্লোগান ‘রেডি ফর টুমরো’ (আগামীর জন্য প্রস্তুত)। সেমিনারে আন্তর্জাতিক বক্তা থাকবেন ৫০ জন। এছাড়া মেগা কনফারেন্স সাতটি, বিশেষ প্রদর্শনী থাকবে সাতটি।

আরও জানানো হয়, মেলায় নারীদের জন্য বিশেষ সেশন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্প, শিশুদের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ও হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, দর্শনার্থীদের জন্য প্রতিদিন র‌্যাফেল ড্র, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী