খালেদা জিয়ার গাড়িবহরে দু’স্থানে দু’দফা হামলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে শনিবার বিকেলে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীতে হামলার পর রাতে মিরসরাইয়ে আবারও খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে ও রাত পৌনে ৮টার দিকে পৃথক দুই স্থানে পৃথক এ হামলা হয়।
রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে বেগম জিয়া শনিবার সকালে সড়কপথে রাওনা হন।
জানা গেছে- খালেদা জিয়াকে বহন করা গাড়িটি মোহাম্মদ আলী বাজার পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়। এতে গণমাধ্যমসহ বহরের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি রয়েছে। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও রয়েছে।
বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে বলে জানা গেছে।
হামলায় আক্রান্ত হয়েছে ৮-১০ গাড়ি
ফেনীতে খালেদা জিয়ার বহরে যে হামলা হয়েছে তাতে আক্রান্ত হয়েছে বহরের শেষদিকের ৮-১০টি গাড়ি।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বহরটি ফেনীতে প্রবেশের পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের ফতেহপুরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- বিকেল সোয়া ৫টার দিকে কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত গাড়িবহরের শেষদিকে সাংবাদিকদের বহনকারী গাড়িতে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চ্যানেল আই, ডিবিসি টিভি ও পরিবর্তন ডটকম’র কয়েকটি গাড়িসহ সাংবাদিক বহনকারী ৮ থেকে ১০টি গাড়ি আক্রান্ত হয়। পরে গাড়িগুলো থেমে গেলে দুর্বৃত্তরা কাছে এসে তাতে হামলা করে কাচ ভাঙচুর করে। এর আগে সাংবাদিকরা গাড়ি থেকে নেমে যান।
এ ঘটনায় কয়েকজন সাংবাদিক সামান্য আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় আহতদের নিকটস্থ একটি পেট্রল পাম্পে নিয়ে সেখানে ডাক্তার ডেকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হামলা প্রসঙ্গে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী বলেন- “কারা ঘটনাটি ঘটিয়েছে- তা তদন্ত করে দেখছে পুলিশ।”
খালেদার গাড়িতে পাথর নিক্ষেপ
এবার খালেদা জিয়ার গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। কক্সবাজারগামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার রেশ না কাটতেই ফের এই ঘটনা ঘটে।
এতে খালেদা জিয়ার গাড়ির কোনো ক্ষতি না হলেও বহরের অপর একটি গাড়িতে (গাড়িতে ছিলেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার) লেগে কাচ ভেঙে যায়।
জানা যায়, চট্টগ্রামের পথে ফেনীর নিমচর এলাকায় বিএনপি চেয়ারপারসনের গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটেছে।
হামলায় আক্রান্তরা সবাই সাংবাদিক
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আক্রান্তরা সবাই সাংবাদিক। এ ঘটনায় আহতদের মধ্যে একাত্তর টিভির সাংবাদিক শফিক আহমদ, বৈশাখী টিভির সাংবাদিক গোলাম মোরশেদ এবং ডিবিসি টিভির ক্যামেরাপার্সন আপনের নাম জানা গেছে।
শনিবার বিকালে ফেনীর দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বহরের শেষ দিকে কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত সাংবাদিকদের বহনকারী গাড়িতে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চ্যানেল আই, ডিবিসি টিভি ও পরিবর্তন ডটকম’র কয়েকটি গাড়িসহ সাংবাদিক বহনকারী কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর দুর্দৃত্তরা হামলা করে গাড়িগুলোর কাচ ভাঙচুর করে। এতে আহত সাংবাদিকরা পার্শ্ববর্তী একটি পেট্রল পাম্পে ডাক্তার ডেকে চিকিৎসা নিয়ে পুনরায় গাড়িবহরের সঙ্গে রওনা দেন।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীতে হামলার পর মিরসরাইয়ে আবারও খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ হামলা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এ সময় এনটিভির গাড়ি ভাঙচুর করা হলে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ, ক্যামেরাপারসন তাপসসহ কয়েকজন আহত হন।
খালেদাকে স্বাগত জানাতে আসা চট্টগ্রামে নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সৈয়দ মঞ্জুর হোসেন (৪০), লাণ্টু (৩৩) এবং রানা (৩০) নামের তিন জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামী থানার চা-বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গলির ভেতর থেকে কয়েকজন যুবক এসে হামলা চালায় বলে জেনেছি। পরে একটি মিছিলও হয় সেখানে। তবে এটা কারা করেছে, তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে শুনছি হামলায় তিনজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন