সাতক্ষীরায় আম্পায়ার্স এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের নয়া কমিটির প্রীতিভোজ অনুষ্ঠান
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার এ্যাসোসিয়েশন (সাতক্ষীরা জেলা শাখা) নব-নির্বাচিত কমিটির বিজয়ী শফি-মুকুল পরিষদ আয়োজিত চায়না বাংলা চাইনিজ হলরুমে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন (পিপিএম সেবা)।
সোমবার রাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএফএ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান (আশু), ইঞ্জিনিয়ার কবির উদ্দীনসহ নব-নির্বাচিত আম্পায়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ম. আকতারুজ্জামান (মুকুল), যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী (বাবু), কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রিপন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জয়নুল আবেদীন জোসি, ডিএফএ সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, নির্বাচিত কমিশনের দায়িত্বপালনকারী মাহমুদ হাসান মুক্তি, রুহুল আমিন, সহ ডিএফএ, ডিএসএ রেফারী এ্যাসোসিয়েশনসহ সংগঠনের আম্পায়ারগন।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন- আগামিতে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে আন্তর্জাতিক ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সারা বছর স্টেডিয়াম সচল থাকবে।
প্রধান অতিথি নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং মিলেমিশে কাজ করার তাগিদ দিয়ে বলেন- একজন টিম লিডার দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারে। এখন সকল মতভেদ ভুলে একসাথে কাজ করে যেতে হবে।
তিনি বলেন- সাতক্ষীরার মাটি ক্রীড়া উন্নয়নের ঘাটি। সবশেষে সকলে একত্রে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন