মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বুধবার, মে ৩০, ২০১৮

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল

কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০মে), ১৩ রমজান বিকেলে ইফতার পূর্ব ‘রমযানের তাৎপর্য ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। বক্তারা রমজানের গুরুত্বের পাশাপাশি মাদকমুক্ত সুখি-সমৃদ্ধ দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ব্যাংকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম পরিদর্শন ও তদন্তে যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব

কলারোয়া উপজেলা ন্যাশনাল সার্ভিস এর সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব অরুন কুমার মন্ডল। বুধবার (৩০মে) দুপুরে তিনি কয়েকটি প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন। সেসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ। এর আগে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণক্লাস সংক্রান্ত নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন বিষয়ে তদন্ত করেন তিনি।বিস্তারিত পড়ুন

মাদক নির্মুলে কলারোয়াবাসীর সহযোগিতা কামনা ওসি বিপ্লবের

মাদক নির্মুলে কলারোয়াবাসীর সহযোগিতা কামনা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ। মাদক নির্মুল একটা চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান- ‘দু’এক দিনে মাদক নির্মুল করা অসম্ভব, সেজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গণসচেতনতার মাধ্যমে মাদক নির্মুল করতে হবে। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সদিচ্ছাতে মাদক, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রতিহত করা সম্ভব।’ তিনি আরো জানান- ‘চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মাদক ব্যবসায়ী-বিক্রেতারা যাদের ছত্রছায়া থাকে তাদের ও মাদকসেবনকারীদের কোন ছাড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ সংক্রান্ত আলোচনা সভা

কলারোয়ায় ন্যাশনাল হাউজ হোল্ড ডাটা বেইজ (NHD) প্রকল্পের জোনাল অপারেশন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০মে) সকালে উপজলো পরিষদ অডিটোরিয়ামে ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাটাবেইজ তৈরির উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিলসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদবিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে বাজেট ঘোষনা

কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন পরিষদে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আগামি ১বছরের জন্য জালালাবাদ ইউনিয়নে ১কোটি ৩০লাখ ৪৫হাজার ১শ’৯৮টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য লতিফুন্নেছা, নারগিছ সুলতানা, নাজমা সুলতানা, এরশাদ আলী, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল আজম, আব্বাস আলী, মশিয়ার রহমান, রবিউল ইসলাম, আলী মাহমুদ, আইটি উদ্যোক্তা ইমাদুল হক, শারমিন সুলতানা প্রমুখ উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কলারোয়ায় ২৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনিরুল ইসলাম (৪৫) পৌরসভাধীন ঝিকরা গ্রামের অহিদুজ্জামান সানার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে (৩০মে) উপজেলার কয়লা গ্রামের ঘোষপাড়া এলাকা থেকে সে আটক হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘গ্রেপ্তার মনিরুলের বিরুদ্ধ মামলা (নং-৫২ তাং-৩০/৫/২০১৮ইং) রুজু হয়েছে।’

অতিত-বর্তমানের উন্নয়ন দেখুন, নৌকায় ভোট দিন : আফিল এমপি

যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশের মানুষ বিগত সরকারের আমলে উন্নয়ন দেখেছেন। আর আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়ন দেখছেন। আজও বিদ্যুদের লোডসেডিং হয় এবং আগেও হত। অতিত বর্তমানের উন্নয়নের তফাৎ টুকু শুধু আমাদের বুঝতে হবে। এখন যে তুলনায় বিদ্যুৎ থাকছে, আগে তেমন বিদ্যুৎ যেত। তা হলে বর্তমান সরকারের আমলে কেমন উন্নয়ন হয়েছে আপনারা বুঝতে পারছেন। প্রতিটা ক্ষেত্রে এমনই উন্নয়ন হয়েছে। যার ফলে আজ আমরা মধ্যম আয়ের দেশে উন্নয়নবিস্তারিত পড়ুন

সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

রমজান মাসে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা ছিল। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সামর্থ্য অনুযায়ী গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যেবিস্তারিত পড়ুন

ফরিদপুরে ১০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঋণ দেয়ার কথা বলে শতাধিক গ্রাহকের কাছ থেকে সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছে পল্লী উন্নয়ন সংস্থা’ (পিইউএস) নামের একটি এনজিও। ঋণ দেয়ার প্রলোভন দিয়ে এনজিওটি প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন এর গ্রাহকরা। বুধবার সকালে সরেজমিনে পিইউএস এনজিও কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অফিসের সামনে একাধিক গ্রাহকরা অপেক্ষা করছেন। পিইউএস এনজিও সদস্য ফাতেমা, মেরী বেগম ও জোহরাসহ কয়েকজন জানান, প্রায় এক সপ্তাহবিস্তারিত পড়ুন

নয় বছরে কোনো দেশ এত আগায়নি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত নয় বছরে দেশ যতটা এগিয়েছে সেটি বিশ্বে এর আগে কখনও হয়েছে কি না সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কেউ এমনটা পারেনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস এর দ্বিতীয় সভায় এমন মন্তব্য করেন শেখ হাসিনা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভূমিধস বিজয়ের পর জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে এফজে গ্লোবাল কোম্পানির ইফতার মাহফিল

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে স্থানীয় সাংবাদিক ও সূধী সমাজের সম্মানে এফজে গ্লোবাল কোম্পানি লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজগঞ্জ বাজারস্থ কর্পোরেট অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাজগঞ্জ বাজার কমিটি ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাসার, কোম্পানির এমডি জিএম ফারুক, সিইও আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ম্যানেজার আব্দুর রহমান, আরমান হোসেন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আকরাম হোসেন চৌধুরী, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুর পৌর সভার প্রাক বাজেট সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর পৌর সভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট পৌর সভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রাক বাজেট উত্থাপন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। প্রাক বাজেটে সম্ভাব্য আয় ও ব্যায় দেখানো হয়েছে ৬০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৯ শত ৩২ টাকা। আলোচনায় অংশ নেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি এস আর সাঈদ, প্রবীনবিস্তারিত পড়ুন

বেনাপোলে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছে বলে পুলিশের দাবি। বুধবার (৩০ মে) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান- নিহতদের মধ্যে একজন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত শাহাজান এর ছেলে লিটন হোসেন (৩৫)। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি। ওসি অপূর্ব হাসান বলেন- ‘বুধবার রাত আড়াইটারবিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোষ্টে পাসপোর্ট যাত্রীরা বিড়ম্বনায়

যশোরের বেনাপোল চেকপোষ্টে বৈধ পাসপোর্টযাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। নানাভাবে হয়রানি হচ্ছে তারা। এসব ব্যাপারে সাংবাদিকদের কাছে একাধিক অভিযোগ করেছেন তারা। আন্তর্জাাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশী বিদেশী পাসপোর্টযাত্রী বাংলাদেশ ভারত যাতায়াত করছে।তল্লাশীর নামে পথে কয়েক জায়গায় বিজিবি তাদের বিড়ম্বনায় ফেলে।এমন কি হয়রানিও হতে হয় বিজিবির কাছে। যাত্রীদের মালামাল কেড়ে নেয়ারও অভিযোগ রয়েছে বিজিবি’র বিরুদ্ধে। ঢাকার কেরানিগঞ্জের পাসপোর্টযাত্রী মোং আব্দুর রাজ্জাক ( পাসপোর্ট নং- ০২৪৭৩৬৭) অভিযোগ করেন তার কিনে আনাবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে মাদক বিক্রেতার আত্মসমর্পণ

ঝিনাইদহে মাদক বিক্রি না করার অঙ্গীকার করে এক মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছেন। তার নাম তরুন ওরফে হাতকাটা তরু (২৩)। বুধবার সকালে ঝিনাইদহ সদর থানায় স্বেচ্ছায় পরিবারের সঙ্গে নিয়ে তিনি আত্মসমর্পণ করেন। তিনি শহরের ব্যাপারীপাড়ার রমজান আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের ব্যাপারী পাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা তরুন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধীবিস্তারিত পড়ুন

মাদক বিরোধী অভিযানে নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই উদ্বেগের কথা জানান, বাংলাদেশে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। রাষ্ট্রদূত বলেন, বিচারবহির্ভূত হত্যা মাদকের বিরুদ্ধে যুদ্ধের কার্যকর পন্থা নয়। অভিযানে মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। নিয়ম মেনে সবার বিচার পাওয়ার অধিকার আছে।’ মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কিছুদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীরাবিস্তারিত পড়ুন