বুধবার, জুলাই ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মঙ্গলবার, মে ১, ২০১৮

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

বেনাপোলে গাঁজাসহ একজন আটক

যশোরের বেনা‌পোলের গা‌জিপুর সীমান্ত থে‌কে দুই কে‌জি গাঁজাসহ মিন্টু (৩৬) না‌মে এক মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ। ‌ সোমবার রা‌তে বেনা‌পোল পৌর এলাকার গাজিপুর গোলদার মসজিদের সামনে থেকে তা‌কে আটক করা হয়। আটক মিন্টু যশোর কোতয়ালী থানাধীন বেজপাড়া এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছে‌লে। ‌বেনা‌পোল পোর্ট থানার এএসআই রিপন দাস জানান- গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পা‌রি এক মাদক ব্যবসায়ী গা‌জিপুর গোলদার মস‌জি‌দের সাম‌নে মাদক বেচা‌কেনা কর‌ছে। এমন সময় সঙ্গীয়বিস্তারিত পড়ুন