বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘৬ আসনের ৯০০ কেন্দ্রে ইভিএম ব্যবহার’

আগামী সংসদ নির্বাচনে ৬টি আসনের প্রায় ৯০০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

কমিশন সচিব, আগামী ২৮ নভেম্বর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আসনগুলো থেকে লটারির মাধ্যমে এই ৬টি আসন নির্ধারণ করা হবে।

সব অপপ্রচার: ইসি সচিব

বিএনপির অভিযোগ নাকচ করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, তাকে চাপে রাখার কৌশল হিসেবে ‘মিথ্যা’ অভিযোগ আনা হচ্ছে।

এ থেকে বিরত থাকতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইসি সচিবকে ‘বিতর্কিত’ ও ‘দলবাজ’ আখ্যায়িত করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে এ সচিবকে প্রত্যাহারেরও দাবি করেছে দলটি।

সচিব চট্টগ্রাম সার্কিট হাউজ এবং ঢাকা অফিসার্স ক্লাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও অভিযোগ এনেছে বিএনপি।

শনিবার বিকালে ইসির ব্রিফিংয়ে তাদের এসব অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “সবই প্রপাগান্ডা, মিথ্যাচার। বিতর্কিত ও হেয় করার জন্যে এবং চাপে রাখতে উদ্দেশ্য নিয়েই মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে।”

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিব প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং একটি স্বাধীন সংস্থায় কাজ করেন।

“নির্বাচন কমিশনের সব ধরনের আদেশ-নির্দেশ পালন করে সচিব কাজ করে থাকেন। নির্বাচন কমিশনের কাজের বাইরে কিন্তু নির্বাচন কমিশন সচিবের কোনো সত্তা নেই।”

এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ২০ নভেম্বর মঙ্গলবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চার তলার পেছনের কনফারেন্স রুমে এক ‘গোপন মিটিং’ হয়, যেখানে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসি সচিব বলেন, “আমি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি বলব, এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা যেন না ছড়ানো হয়।”

উপস্থিত সাংবাদিকদের সচিব বলেন, “আপনারা জানেন, আপনারা (সাংবাদিকরা) এখানে থাকেন, আমি এখানে (ইসি ভবন) ৮টা-৯টা পর্যন্ত থাকি। সংবাদ সম্মেলনে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ আনা হয়েছে।”

এ ধরনের ‘মিথ্যা’ অভিযোগ যেন না করা হয় সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

চট্টগ্রামেও কোনো ধরনের বৈঠক হয়নি জানিয়ে সচিব বলেন, “রোববার কমিশন সভায় বিএনপির নানা ধরনের দাবি-দাওয়া এবং ইসি সচিবের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।”

মিথ্যা অভিযোগের কারণে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে তিনি বলেন, “আগামীকাল কমিশনে বিষয়টি তোলা হবে। নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী