সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

৫মিনিটে বিদ্যুত সংযোগ দিতে কলারোয়ায় আলোর ফেরিওয়ালা

৫মিনিটে বিদ্যুত সংযোগ দিতে সাতক্ষীরার কলারোয়ায় আলোর ফেরিওয়ালার দেখা মিলেছে। বিদ্যুতের সংযোগ দিতে মানুষকে বিদ্যুত অফিসে ধরণা দিতে কিংবা দালাল চক্রের ক্ষপ্পরে পড়ে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। বিদ্যুত-ই মানুষের দোড়গোড়ায় গিয়ে দরজায় নক করছে। ভ্যানযোগে মিটার, তার ও আনুসাঙ্গিক উপকরণ নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের চাহিদা অনুযায়ী মাত্র ৫মিনিটে বিদ্যুত সংযোগ দিচ্ছে। এমনই ‘আলোর ফেরিওয়ালা’র দেখা মিললো কলারোয়ার জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারে।

ওই ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের লাইন নিতে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেলেও মানুষ কাঙ্ক্ষিত বিদ্যুৎ পায়নি। হাজার হাজার টাকা দিয়েও যেখানে মানুষের কপালে জোটেনি বিদ্যুতের লাইন সেখানে মাত্র ৫ মিনিটে ঘরে বসেই পাচ্ছে বৈদ্যুতিক লাইন। এ যেন সত্যিই স্বপ্ন। যা বাস্তবে রূপ দিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া সাব-জোনাল অফিসের ‘আলোর ফেরিওয়ালা’।

জানা গেছে- মেইন খুটি বা পোলে মেইন বিদ্যুত লাইন থাকা সাপেক্ষে আশপাশের বাসাবাড়ি কিংবা স্থাপনায় বিদ্যুত সংযোগ পাননি এমন মানুষদের চাহিদা অনুযায়ী বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে মাত্র ৫মিনিটি, তাও আবার আবাসিকের জন্য ৪’শ ও বাণিজ্যিকের জন্য ৮’শ টাকার বিনিময়ে। ভ্যানযোগে ফেরিওয়ালাদের মতো জানানো হচ্ছে কাদের বিদ্যুত লাগবে, যাদের লাগবে তারা ডাকলে তাৎক্ষনিক ভ্যানে করে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের মিটার লাগিয়ে বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে। এ কার্যক্রমটি সত্যি প্রশংসনীয় হয়েছে সবার কাছে।

পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের সরসকাটির ইনচার্জ নাছির উদ্দিন জানান- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। তার এই মহতি উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষে আলোর ফেরিওয়ালা একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’

তিনি আরে বলেন- আলোর ফেরিওয়ালার মাধ্যমে ৫মিনিটে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। বানিজ্যিক মিটার ৮শত টাকা এবং আবাসিক মিটার ৪শত টাকার ফি জমা দেয়ার বিনিময়ে সংযোগ দেয়া হচ্ছে।’

‘এছাড়া কোন প্রকার অর্থের লেনদেন না করা কিংবা দালাল চক্রের ক্ষপ্পরে না পড়ার আহবান জানিয়েছেন তিনি।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা