সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফের আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত

হার না মানা হার বাংলাদেশের

লিটন দাসের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়েও স্কোর বোর্ডে যথেষ্ট রান তুলতে পারল না বাংলাদেশ। ২২২ রানের পুঁজি নিয়ে লড়াই করলেন বোলাররা কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হলো না। শেষ বলে জিতে এশিয়া কাপের শিরোপা জিতে নিল ভারত।

আরেকটি ফাইনাল, বাংলাদেশের আরেকটি হৃদয়ভাঙা হার। শেষ বলে জিতে শিরোপা জিতে নিল ভারত।

জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৬ রান। দারুণ চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ কিন্তু শেষরক্ষা করতে পারেননি। প্রথম তিন বল থেকে ৪ রান তুলে নেন দুই ব্যাটসম্যান। পরের দুই বলে ১ রান নিলে জয়ের জন্য শেষ বলে ভারতের প্রয়োজন দাঁড়ায় ১ রান। লেগ বাইয়ে সেই রান তুলে ফেলে ভারত।

বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্যে ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২২ (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মুস্তাফিজ ২*, রুবেল ০; ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চেহেল ১/৩১, কুলদীপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)

ভারত: ৫০ ওভারে ২২৩/৭ (রোহিত ৪৮, ধাওয়ান ১৫, রাইডু ২, কার্তিক ৩৭, ধোনি ৩৬, কেদার ২৩*, জাদেজা ২৩, ভুবনেশ্বর ২১, কুলদীপ ৫*; মিরাজ ০/২৭, মুস্তাফিজ ২/৩৮, নাজমুল ১/৫৬, মাশরাফি ১/৩৫, রুবেল ২/২৬, মাহমুদউল্লাহ ১/৩৩)

ফল: ভারত ৩ উইকেটে জয়ী

ফের আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার টাইগাররা

১৪ তম এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনার পর দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন লিটন দাস। ঠিক তখনই অভিষেক সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই আম্পায়ারের খড়গ নেমে এল।

বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে বল করছিলেন কুলদীপ যাদব। সেই ওভারের শেষ বলে এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। কিন্তু সেই বলটি লিটনকে ফাঁকি দিয়ে ধোনির হাতে গেলে তিনি স্ট্যাম্প ছুঁয়ে দেন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এরপরই আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

স্ট্যাম্পিংয়ের সেই সিদ্ধান্তের জন্য আপিল করা হলে থার্ড আম্পায়ার রড টাকার কয়েকটি অ্যাঙ্গেলে মুহূর্তটি দেখেন। তখন ধারাভাষ্যকাররা ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে যাবে বলছিলেন। কিন্তু লিটনকে আউট দিয়ে দেন রড টাকার।

এই আম্পায়ার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে একাধিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিং আলোচনায় এসেছিল। সেবার তুমুল বিতর্ক হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!