শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

হাইস্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দুই দল মুখোমুখি হয়েছে লন্ডনের কেনিংটন ওভালে। হাই্‌স্কোরিং ম্যাচে শেষ হাসিটা হাসলো ভারতই। বতর্মান চ্যাম্পিয়নদের তারা হরালো ৩৬ রানে।

জিততে হলে রান তাড়ার রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। মাথার ওপর রানের পাহাড় নিয়েও লড়াই করেছে অজিরা।
দুই ওপেনারের শুরুটা ছিল ধীর গতির। দলীয় ৬১ রানে ফিঞ্চ বিদায় নেন রানআউট হয়ে। ওয়ার্নার রান তুলতে খাবি খেলেও স্মিথ ছিলেন সাবলীল। হিসেবি ব্যাটিংয়ে ৭০ বলে ৬৯ রান করেন তিনি। বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে উসমান খাজার করেন ৪২। শেষ দিকে এসে যত দ্রুত উইকেট পড়েছে ঠিক ততটাই গতিতে বেড়েছে ওভার প্রতি প্রয়োজনীয় রানরেট।
শেষদিকে ঝড় তুলতে থাকা অ্যালেক্স কারিকে কেউ সঙ্গই দিতে পারেননি। মার্কাস স্টইনিশ, নাথান কোল্টার-নেইল, প্যাট কামিন্সরা একে একে ব্যার্থতার কাতারে যোগ দেন।
ক্যারিরর অপরাজিত ৩৫ বলে ৫৫ রান কেবল ব্যবধানই কমিয়েছে।
এরআগে টস জিতে আগে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় তুলে দেয় ভারত। শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে তারা।
দুই ওপেনার রহিত শর্মা এবং শিখর ধাওয়ান ধীরে শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের চাকায় গতি আনেন। অস্ট্রেলিয়া প্রথম উইকেটের দেখা পায় ২৩তম ওভারে। ৭০ বলে ৫৭ রান করা রোহিত শর্মাকে ফেরান নাথান কোল্টার-নেইল। মিচেল স্টার্কের শিকার হয়ে ফেরার আগে শিখর ধাওয়ান করেন ১১৭ রান।
ম্যাচের পরিস্থিতি বুঝে দ্রুত রান তোলার জন্য পজিশন পাল্টে এগেই নামিয়ে দেয়া হয় হার্দিক পান্ডিয়াকে। দলের প্রয়োজন পুরোপুরিই পূরণ করেন তিনি। ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দিয়ে যান পান্ডিয়া। এরপর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি গড়েন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ১৪ বলে ২৭ রানের কার্যকরি ইনিংস খেলে যান ধোনি। শেষ ওভারে মার্কাস স্টইনিশের শিকার হওয়ার আগে কোহলির ব্যাট থেকে আসে ৮২ রান।
স্কোর:
ভারত ৩৫২/৫ (৫০)
রহিত শর্মা ৫৭ (৭০)
শিখর ধাওয়ান ১১৭ (১০৯)
বিরাট কোহলি ৮২ (৭৭)
হার্দিক পান্ডিয়া ৪৮ (২৭)
মহেন্দ্র সিং ধোনি ২৭ (১৪)
লোকেশ রাহুল ১১* (৩)
কেদার জাদভ ০* (০)
বোলার:
প্যাট কামিন্স ১০-০-৫৫-১
মিচেল স্টার্ক ১০-০৭৪-১
নাথান কোল্টার-নেইল ১০-১-৬৩-১
গ্লেন ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০
অ্যাডাম জাম্পা ৬-০-৫০-০
মার্কাস স্টইনিশ ৭-০-৬২-২
টার্গেট ৩৫৩।
অস্ট্রেলিয়া ৩১৬/১০ (৫০)
ডেভিড ওয়ার্নার ৫৬ (৮৪)
অ্যারন ফিঞ্চ ৩৬ (৩৫)
স্টিভ স্মিথ ৬৯ (৭০)
উসমান খাজা ৪২ (৩৯)
গ্লেন ম্যাক্সওয়েল ২৪ (১৪)
মার্কাস স্টইনিশ ০ (২)
অ্যালেক্স কারি
নাথান কোল্টার-নেইল ৪ (৯)
প্যাট কামিন্স
মিচেল স্টার্ক
অ্যাডাম জাম্পা
বোলার
ভুবনেশ্বর কুমার
জসপ্রিত বুমরাহ ১০-১-৬১-৩
হার্দিক পান্ডিয়া ১০-০-৬৮-০
কুলদীপ ইয়াদভ ৯-০-৫৫-০
জুজবেন্দ্র চাহাল ১০-০-৬২-২
কেদার জাদভ ১-০-১৪-০

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!