মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

হট্টগোল আর উত্তেজনার মধ্যে কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন

কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে চরম হট্টগোল আর উত্তেজনার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২নভেম্বর) দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে সম্মেলন শুরুর আগে এ ঘটনা ঘটে।
এসময় কলারোয়া থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানিয়েছেন- শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলনে যোগ দেয়ার সময় সংগঠনটির পৌর কমিটির একাংশকে বাঁধা প্রদান করেন অপর অংশ। এসময় উভয় পক্ষের কয়েক শতাধিক ব্যক্তিদের মাঝে সংঘর্ষের উপক্রম হয়ে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষনিক খবর পেয়ে ওসি শেখ মারুফ আহম্মেদ ও পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিয়ে নবগঠিত পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক লক্ষন বিশ্বাস জানান- জেলা সভাপতির আহবানে অনুষ্ঠানে যোগ দিতে তাদের নেতৃত্বে বাদ্যযন্ত্রসহকারে শোভাযাত্রা নিয়ে পাইলট হাইস্কুলের সামনে গেলে অপর পক্ষ স্কুলের গেটে বন্ধ করে দেন। এসময় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে ফিরে এসে পাবলিক ইন্সটিটিউটে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।’

আয়োজক কমিটির সদস্য সচিব সন্দীপ রায় জানান- ‘কিছু ব্যক্তি বিশৃংখলা করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।’

সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু জানান- ‘তাদের (প্রকাশ/লক্ষন) ২০জন নেতৃবৃন্দকে আসার আহবান জানানো হয়েছিলো। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা কমিটি গঠন করা হয়নি। উভয় পক্ষকে নিয়ে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হবে।’

পরে স্কুলের অডিটোরিয়ামে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ।
প্রধান বক্তা ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন পরিষদের জেলা কমিটির সভাপতি মন্ডলির সদস্য গোষ্ট বিহারী মন্ডল, কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সহ.সভাপতি সুনিল সাহা, উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল।
সন্তোষ কুমার পালের পরিচালনায় অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সন্দীপ রায়, ভোলানাথ মন্ডল, শীলা রানী হালদার, জেলা কমিটির নেতা সুধাংশ শেখর সরকার, নিত্যনন্দ আমিন, নারায়ন মজুমদার, বিকাশ চন্দ্র দাস, শংকর কুমার দাস, রামপ্রসাদ দত্ত, আনন্দ মন্ডল, নিত্য গোপাল রায়, রামলাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, সম্মেলনস্থল অডিটোরিয়ামের পাশেই কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ চলাকালীন সময়েও মাইকে সম্মেলনের বক্তব্য রাখা অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেন মুসল্লিরা। জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেক মুসল্লি এমন ক্ষোভ প্রকাশ করে বলেন- ‘৫/৭ মিনিট মাইক বন্ধ রাখলে কী এমন ক্ষতি হতো?’

প্রকাশ-লক্ষনের নেতৃত্বে সম্মেলন উপলক্ষ্যে শোভাযাত্রার একাংশ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা