রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

হংকংয়ের ট্রফি নিয়ে স্মৃতিকাতর সালাউদ্দিন

প্রথম ফুটবলার হিসেবে দেশের বাইরে পেশাদার লিগ খেলেছেন কাজী সালাউদ্দিন। হংকংয়ের ক্যারোলিন এফসিতে ১৯৭৫ সালে খেলতে গিয়েছিলেন। এক মৌসুম বেশ খ্যাতি ছড়িয়েছেন। সেখানেই তার মেয়ে কাজী সারাজিনের জন্ম। সেই থেকে হংকং দেশটি তার গুডবুকে। দীর্ঘ ৪৩ বছর পর হংকং শহরের স্মৃতি যেন ফিরে এল অনূর্ধ্ব-১৫ নারী দলের কারণে! জকি কাপ ফুটবলের শিরোপা জিতে তহুরা-শামুসন্নাহাররা ট্রফি তার হাতে তুলে দেওয়ার পরেই স্মৃতি কাতর হয়ে পড়েন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন!

বাফুফে ভবনে শিরোপা জয়ী মেয়েদের সামনে সভাপতি বলেছেন, ‘প্রথমেই তোমাদের অভিনন্দন জানাই শিরোপা বয়ে আনার জন্য। যে শহর থেকে তোমরা ট্রফি নিয়ে এসেছো, সেই শহরে আমি একসময়ে খেলেছি। আমার মেয়ের জন্মও সেখানে। এখন তোমাদের সামনে অবারিত সুযোগ আসবে। তোমাদের যাত্রা মাত্র শুরু। আগামী ৪ কিংবা ৫ বছরের মধ্যে তোমরা বড় দলে পরিণত হবে।’

স্মৃতি কাতরতা কাটিয়ে মেয়েদের নিয়ে নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন কাজী সালাউদ্দিন, ‘তোমরা যদি কঠোর পরিশ্রম করো। তাহলে সবসময় তোমাদের সামনে সুযোগ আসবে। এখন অনেক সংবর্ধনা পাবে। সেটা আসলে এক অর্থে কিছুই না। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিণত ফুটবলার হতে পারবে। একসময় এশিয়ার বড় দল হতে পারবে তোমরা। তখন অনেক জায়গায় খেলার সুযোগও আসবে। জাপান-কোরিয়া থেকে তোমাদের ডাক আসবে। এই জন্য কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। তোমরাই এশিয়ার শীর্ষ দল হবে একদিন- এই স্বপ্ন দেখি।’

এসময়ে হংকংয়ে খেলার স্মৃতিও তুলে ধরলেন বাফুফে সভাপতি, ‘আমি যখন প্রথম হংকংয়ে খেলতে যাই। প্রথম তিনদিন তো অনুশীলনের পর বমি করেছি। একপর্যায়ে সেই অনুশীলনের সঙ্গে আমি মানিয়ে নিয়েছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিছুদিন পর আমার বমিও বন্ধ হয়ে গেল। এই উদাহরণ দিচ্ছি এই কারণে যে ভবিষ্যতে হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারো। কারণ তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

হংকংয়ে জকি কাপে তিন ম্যাচে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছেন তহুরা খাতুন। শুধু জকি কাপে নয়। এএফসি আঞ্চলিক পর্বে তাজিকিস্তানে ও ঢাকার সাফে হ্যাটট্রিক আছে তার। তাইতো হংকংয়ে ইরান দল তাকে দেখে কিছুটা ভড়কে গিয়েছিল। কলসিন্দুরের এই ফরোয়ার্ড অনুষ্ঠানে নিজেই বললেন সেসব কথা, ‘অনুশীলনের শুরুতে আমারও বমি হতো। কোচরা আমাকে তখন হাঁটিয়েছেন। ভরসা দিয়েছেন। আস্তে আস্তে তা ঠিক হয়ে গেছে। আমি জানি আমাদের সামনে আরও পরিশ্রম করতে হবে। দেশের সম্মান আরো উঁচুতে নিয়ে যেতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!