মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সোনাবাড়ীয়ায় ৪০ দিনের কর্মসংস্থান বদলে দিয়েছে হতদরিদ্র মানুষের ভাগ্য

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নে ৪০ দিনের কর্মসংস্থান বদলে দিয়েছে হতদরিদ্র মানুষের ভাগ্য। এমনকি এই কর্মসূচীর মাধ্যমে হাজার হাজার হতদরিদ্র মানুষ দারিদ্রতার করাঘাত থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সরেজমিনে ইউনিয়নের চলমান কর্মসংস্থানের কিছু এলাকা ঘুরে দেখা যায়, হতদরিদ্র মানুষের প্রাণচাঞ্চল্য দৃশ্য।

এই কর্মসূচীর সুপারভাইজার আবুল খায়ের জানান, উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নে বর্তমানে ১২৮ জন পুরুষ ও ৯৭ জন নারী এই কর্মসংস্থানে যুক্ত রয়েছে। জনপ্রতি শ্রমিকরা প্রতিদিন ২০০ টাকা হারে মুজরী পাচ্ছেন।

৬নং উত্তর সোনাবাড়ীয়া ওয়ার্ডের সরদার পাড়ায় কর্মসংস্থানের স্পটে গিয়ে দেখা যায়- সংশ্লিষ্ট ইউপি সদস্য আনারুল ইসলাম স্বশরীরে উপস্থিত থেকে শ্রমিকদের কাজের খোঁজ-খবর নিচ্ছেন। কর্মসংস্থানে যুক্ত একাধিক নারী ও পুরুষ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ইউপি সদস্য আনারুল ইসলাম প্রতিদিন সকাল ৭টার মধ্যে স্পটে এসে শ্রমিকদের সঠিক সময়ের উপস্থিতি নিশ্চিত করেন এবং তাদের ভাল-মন্দের খোঁজ খবর নেন। শ্রমিকরা একাত্তচিত্ত্বে সবাই এই জনপ্রতিনিধির প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন।

এদিকে এ বিষয়ে ইউপি সদস্য আনারুল ইসলাম আরো জানান, শ্রমিকদের সুযোগ সুবিধা ও ন্যায্য মুজরী নিশ্চিতকল্পে তিনি সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। প্রতিদিন ২/১ বার কর্মসংস্থান স্পটে এসে তাদের ভাল মন্দের খোঁজ খবর নেন।

কর্মসংস্থানের বিষয়ে ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম জানান, বর্তমান সরকার সব সময় প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা চিন্তা-ভাবনা করেন। এজন্যই তাদের ভাগ্য উন্নয়নে নানা সময় বিভিন্ন রকম কর্মসূচী সরকার বাস্তবায়ন করে থাকেন। সেই কর্মসূচীর অন্যতম হলো চল্লিশ দিনের কর্মসংস্থান। যার মাধ্যমে তার ইউনিয়নের অনেক হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সুযোগ সৃষ্টি করেছেন।

৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নূরুল ইসলাম এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড সদস্যা রেহেনা খাতুন কর্মসূচীর অগ্রগতি পরিদর্শনকালে স্পটে উপস্থিত ছিলেন।

এদিকে কর্মসংস্থানে যুক্ত ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ সরকারের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এধরণের কর্মসচীর আরো সম্প্রসারণ করারও আহবান জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা